সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের প্রাক্কালে একদিকে যখন মিমি চক্রবর্তী দলের প্রচারের কাজে ব্যস্ত। ঠিক তখনই মুক্তি পেল মিমি অভিনীত ‘মন জানে না’। ছবিতে মিমির বিপরীতে রয়েছেন যশ।
‘গ্যাংস্টার’, ‘টোটাল দাদাগিরি’, আর এবার ‘মন জানে না’। অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন, মিমি-যশের রসায়ন বেশ বহুলচর্চিত। আর তাঁদের রসায়নের সঙ্গে এ ছবির গল্পও আরেক প্লাস পয়েন্ট! এ প্রেমকাহিনি আর পাঁচটা প্রেমকাহিনি থেকে একটু অন্যরকম। যেখানে প্রেম-ভালবাসার সঙ্গে রয়েছে সম্পর্কের নানা চাপানউতোর। এ প্রেমকাহিনি আমির আর পরির। আমির এবং পরি বিবাহিত। গল্পের শুরু তাঁদের দিয়েই। তাঁদের সহজ-সরল নির্ভেজাল প্রেমকাহিনিতে সহসা বাসা বাঁধে অপরাধ নামক ছত্রাক। হঠাৎ সেখানে ঢুকে পড়ে মাদক, নারীপাচার, পতিতাবৃত্তির চক্র। অপরাধের বেড়াজালে ঘুণ ধরে সম্পর্কে। জন্ম নেয় অবিশ্বাস। প্রভাবিত হয় দু’জনের সম্পর্ক। বদলে যায় আমির-পরির জীবন। আমির পরিণত হয় গ্যাংস্টারে। পরি মাদকাসক্ত হয়ে পড়ে। আমিরের চরিত্রে অভিনয় করেছেন যশ এবং পরির চরিত্রে রয়েছেন মিমি।
[চেনা আবেগের ছকে এক অচেনা পারিবারিক গল্প বলবে ‘বসু পরিবার’]
এক মিষ্টি প্রেমের গল্পের পরতে পরতে রয়েছে থ্রিলারের টুইস্ট। আর এই পুরো ক্রেডিটের দাবিদার ছবির পরিচালক শগুফতা রফিক। কারণ, ‘ওহ লমহে’, ‘রাজ-দ্য মিস্ট্রি কনটিনিউস’, ‘জিসম টু’, ‘জন্নত টু’, ‘আশিকি-টু’-এর মতো থ্রিলার বলিউডি ছবির চিত্রনাট্য যাঁর হাতে সৃষ্টি, তার কাছ থেকে এধরনের ছবি তো আশা করাই যায়। শগুফতা, যিনি কিনা বলিউডে একদা একচেটিয়া সফল চিত্রনাট্য লেখকদের মধ্যে অন্যতম, তিনি বাংলা ছবিতে পদার্পণ করেছেন ‘মন জানে না’ দিয়েই। এই ছবি দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন শগুফতা। বরাবরই অন্য ধাঁচের গল্প লেখেন তিনি। আর তাঁর কাজই এর প্রমাণ। ঠিক সেরকমই রোম্যান্টিক-থ্রিলার ঘরানার ছবি ‘মন জানে না’। পরিচালকের কথায় ‘মন জানে না’ অনেকটা নতুন বোতলে পুরনো ওয়াইন গোছের ব্যাপার।
‘মন জানে না’ ছবি দিয়েই টলিউডে গায়িকা হিসেবে ডেবিউ করলেন মিমি চক্রবর্তী। ছবির ‘কেন যে তোকে’ গানটি গেয়েছেন তিনি। প্রথমে পুরুষ কণ্ঠে এই গানটি গেয়েছিলেন রাজ বর্মন। সেটা জনপ্রিয় হওয়ার পরই মহিলা কণ্ঠে এই গানটি রাখার দাবি ওঠে। একদিন নাকি এসভিএফের অফিসেই এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। তখন মহেন্দ্র সোনি হঠাৎই মিমির নাম বলেন৷ মিমিও সামনেই ছিলেন। গাওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই দিব্যি সুর ধরেন। তাই এদিক-ওদিক আর অন্য কারও কথা না ভেবে সোজা ছবির অভিনেত্রী মিমিকে দিয়েই গানটি গাওয়ানো হয়। গানের সুর তৈরি করেছেন ডাব্বু।
[দোলের রঙে ভাসল টলিপাড়া, কী করলেন সেলেবরা?]
গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে মিমি জানিয়েছেন, তাঁর বাড়িতে গানের রেওয়াজ থাকলেও, তিনি কখনও প্রথাগতভাবে গান শেখেননি। তবে, একটু-আধটু গান গাইতে ভালবাসেন তিনি। তাই সবার অনুরোধেই তিনি ‘কেন যে তোকে’ গানটি গেয়ে ফেলেছেন।
‘মন জানে না’ এক পরিণত প্রেমের গল্প। এর আগেও মিমি-যশকে দেখা গিয়েছে একজোড়া ছবিতে। কিন্তু, সেসব ছবিতে দর্শক এই জুটিকে যেভাবে দেখেছেন, এবার তাঁদেরকে অনেকটাই আলাদা রূপে ধরা দিলেন দু’জনে৷
The post মিমি-যশের ‘মন জানে না’ ভালবাসার বাঁধ মানতে! appeared first on Sangbad Pratidin.