shono
Advertisement

Breaking News

নেতাজি সম্পর্কে বহু তথ্য জানা যাবে নয়া ওয়েবসাইটে

প্রকাশিত হল ফোকাস নেতাজি ওয়েবসাইট৷ The post নেতাজি সম্পর্কে বহু তথ্য জানা যাবে নয়া ওয়েবসাইটে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 AM Oct 22, 2016Updated: 03:43 PM Jan 17, 2020

স্টাফ রিপোর্টার: প্রকাশিত হল ফোকাস নেতাজি ওয়েবসাইট৷ নেতাজি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে৷ শুক্রবার আজান্দ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বৈদ্যবাটি নেতাজি সুভাষ অ্যাকাডেমির উদ্যোগে এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন সাংসদ তথা নেতাজি গবেষক বরুণ মুখোপাধ্যায়৷ ছিলেন বৈদ্যবাটি নেতাজি সুভাষ অ্যাকাডেমির সভাপতি ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়৷

Advertisement

এদিকে, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার ও মিছিলের কর্মসূচি নিয়েছে সিপিআই৷ একইসঙ্গে দলের মতাদর্শগত প্রচারও চলবে৷ আগামী ৭ নভেম্বর শততম দিবস নভেম্বর বিপ্লবের৷ ওইদিন থেকেই রাজ্যজুড়ে দলের তরফে মতাদর্শগত প্রচার চালানো হবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান সিপিআইয়ের রাজ্য সম্পাদক প্রবোধ পান্ডা৷ আগামী বছর ৫ মে কার্ল মার্কসের ২০০তম জন্মজয়ন্তী পর্যন্ত এই কর্মসূচি চলবে৷ সিপিআইয়ের তরফে একাধিক ক্যাম্প করা হবে৷ সেখান থেকে বিক্রি করা হবে দলীয় বিভিন্ন পত্র-পত্রিকা ও বই৷

The post নেতাজি সম্পর্কে বহু তথ্য জানা যাবে নয়া ওয়েবসাইটে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement