shono
Advertisement

সন্ত্রাস নয়, এই ইস্যুকেই লোকসভার আগে গুরুত্বপূর্ণ বলছে সাধারণ মানুষ

সমীক্ষা রিপোর্টে থাকল সমস্ত উত্তর৷ The post সন্ত্রাস নয়, এই ইস্যুকেই লোকসভার আগে গুরুত্বপূর্ণ বলছে সাধারণ মানুষ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Mar 09, 2019Updated: 05:27 PM Mar 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট৷ শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দলই এখন পুরোদমে প্রচারে ব্যস্ত৷ মানুষের সামনে পাঁচবছরের কাজের খাতিয়ান তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পের পাশাপাশি পুলওয়ামা ও সার্জিক্যাল স্ট্রাইকের পর, গেরুয়া শিবিরের প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে দেশাত্মবোধ৷ এবং কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল-সহ অন্য বিরোধীদের হাতিয়ার কৃষক বিক্ষোভ, বেকারত্ব, জিএসটি, রাফালে দুর্নীতি, নোট বাতিল, জ্বালানির মূল্যবৃদ্ধি ইত্যাদি৷ এমতো পরিস্থিতি সাধারণ মানুষের মন পড়তে একটা সমীক্ষা করল জাতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে৷ ‘পলিটিক্যাল স্টক এক্সচেঞ্জ’ নামের এই সমীক্ষাতেই পরিষ্কার হয়েছে, আসন্ন নির্বাচনে কোন ইস্যুতে সরকারের উপর সবচেয়ে বেশি বীতঃশ্রদ্ধ সাধারণ মানুষ৷ ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের কৃতিত্ব কার? মোদি নাকি বিরোধীদের? প্রশ্ন ও উত্তরগুলি এরকম…

Advertisement

১- সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু: সমীক্ষায় বেকারত্বের পক্ষেই ভোট দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ৷ বেকারত্বের পক্ষে ভোট পড়েছে ৩৬ শতাংশ৷ অর্থাৎ এঁদের কাছে মূল সমস্যা হল বেকারত্ব৷ এরপরেই রয়েছে সন্ত্রাসবাদ (২৩ শতাংশ ভোট), কৃষক সমস্যা (২২ শতাংশ ভোট), দুর্নীতি (১২ শতাংশ ভোট)৷ সবচেয়ে কম ভোট পড়েছে মূল্যবৃদ্ধির পক্ষে৷ এর পক্ষে ভোট পড়েছে মাত্র সাত শতাংশ৷

২- এয়ারস্ট্রাইকের বিষয়ে শুনেছেন: ৯৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন পাক ভূমিতে ঢুকে ভারতীয় বায়ুসেনার এয়ার সার্জিক্যাল স্ট্রাইতের বিষয়টি শুনেছেন তাঁরা৷ মাত্র ৩ শতাংশ শোনেননি বলে উত্তর দিয়েছেন৷ বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলেছেন ৩ শতাংশ উত্তরদাতা৷

৩- এয়ারস্ট্রাইকে জইশ জঙ্গি খতম হয়েছে: সরকারের পক্ষে সায় দিয়ে ৬৬ শতাংশ উত্তরদাতা স্বীকার করেছেন এয়ারস্ট্রাইকে জইশ জঙ্গি খতম হয়েছে৷ বিরোধীদের সুরে সুর মিলিয়ে ৮ শতাংশ সন্দেহ প্রকাশ করেছেন৷ উল্লেখযোগ্য ভাবে ২৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন বিষয়টি সম্পর্কে তাঁরা জানেন না৷

৪- এয়ারস্ট্রাইকের কৃতিত্ব কাকে দিচ্ছেন: সমীক্ষার এই উত্তর সরকারের পক্ষে যথেষ্ট স্বস্তির বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ ৫৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন পাক ভূমিতে ঢুকে জঙ্গি খতম করে আসা, বিজেপির একটা বড় কৃতিত্ব৷ ৪ শতাংশ উত্তরদাতা এই সন্ত্রাসদমন অভিযানের কৃতিত্ব দিয়েছে বিরোধীদের৷ ৭ শতাংশ উত্তরদাতা শাসক ও বিরোধী উভয়কেই কৃতিত্ব দিয়েছে৷ কাউকেই কৃতিত্ব দেননি ৪ শতাংশ উত্তরদাতা৷ বিষয়টি সম্পর্কে কিছুই বলতে চাননি ২৯ শতাংশ উত্তরদাতা৷

৫- পাকিস্তানে বন্দি বায়ুসেনার কমান্ডার অভিনন্দনেকে দেশে ফেরানোর কৃতিত্ব কার: এবারও সরকারের পক্ষে স্বস্তিজনক উত্তরই এসেছে৷ ৭৭ শতাংশ জানিয়েছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান থেকে ভারতে ফেরানোর কৃতিত্ব মোদি সরকারের৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে কৃতিত্ব দিয়েছেন ৬ শতাংশ উত্তরদাতা৷ অন্যদেশকে কৃতিত্ব দিয়েছেন ৪ শতাংশ এবং ১৩ শতাংশ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি৷

৬- ইমরান খানের সঙ্গে কি আবার কথাবার্তা শুরু করা উচিত মোদির: ইতিবাচক উত্তর দিয়েছেন ১৮ শতাংশ মানুষ৷ ৫৮ শতাংশ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা শুরু করা উচিত নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ বিষয়টিতে কোনও মন্তব্য করতে চাননি ২৪ শতাংশ উত্তরদাতা৷

৭- বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে কি খেলা উচিত ভারতের: সমীক্ষায় অংশগ্রহণকারী ৩৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন ‘হ্যাঁ’৷ সরাসরি ‘না’ বলেছেন ৫৩ শতাংশ উত্তরদাতা৷ জানেন না বলেছেন ১০ শতাংশ উত্তরদাতা৷

৮- রাফালে যুদ্ধবিমান আসতে দেরি হওয়ায় কাকে দায়ী করছেন: পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিচালিত ইউপিএ সরকারকে দায়ী করেছেন ৫১ শতাংশ মানুষ৷ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ সরকারকে দায়ী করেছেন ২৪ শতাংশ উত্তরদাতা৷ এবং জানি না বলেছেন ২৫ শতাংশ উত্তরদাতা৷

The post সন্ত্রাস নয়, এই ইস্যুকেই লোকসভার আগে গুরুত্বপূর্ণ বলছে সাধারণ মানুষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement