সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলীয় তারকা নেইমারের (Neymar) লিগামেন্ট ছিঁড়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন এই খবর জানিয়েছে। বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। প্রথমার্ধের একেবারে শেষের দিকে উরুগুয়ের এক ফুটবলারের ট্যাকলে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন নেইমার। বাঁ পা চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ব্রাজিলীয় তারকাকে। পরে পরীক্ষায় জানা যায় তাঁর বাঁ পায়ের হাঁটুর এসিএল ছিঁড়েছে।
৩১ বছর বয়সি ব্রাজিলীয় তারকাকে এবার অস্ত্রোপচার করতে হবে। কবে অস্ত্রোপচার করা হবে, সেই দিনক্ষণ এখনও স্থির হয়নি। তবে দীর্ঘসময়ের জন্য যে মাঠ থেকে ছিটকে গেলেন নেইমার, তা বলাই বাহুল্য। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবেন না নেইমার। ভারতেও খেলতে আসা হচ্ছে না তাঁর।
[আরও পড়ুন: অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকলেও শুভমানের মুখে রোহিতের জয়গান]
ব্রাজিল ফুটবল ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, আট মাসের মধ্যে আবার খেলতে পারবেন নেইমার। কোপা আমেরিকার আগেও মাঠে ফিরতে পারবেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ”পরীক্ষায় জানা গিয়েছে নেইমারের বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচার করতে হবে নেইমারের। অস্ত্রোপচারের দিন এখনও স্থির হয়নি।”
ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ”এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি নিজে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছি না। তবে এবার আমার পরিবার ও বন্ধুদের আরও পাশে চাইছি।” আল হিলালও শুভেচ্ছা জানিয়েছে নেইমারকে। তবে ব্রাজিলীয় তারকা যে দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে বেরিয়ে গেলেন, তা বলাই বাহুল্য।