shono
Advertisement

Breaking News

অভিষেক ম্যাচে গোল পেলেন না নেইমার, হাফ ডজন গোল আল হিলালের

৬৪ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন আল হিলালের নেইমার।
Posted: 09:35 AM Sep 16, 2023Updated: 09:35 AM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি প্রো লিগে অভিষেক ঘটল ব্রাজিলীয় নেইমারের (Neymar)। স্মরণীয় হয়ে থাকল তাঁর অভিষেক। আল হিলাল (Al Hilal) ৬-১ গোলে হারিয়েছে আল রিয়াধকে (Al Riyadh)। প্রথম ম্যাচে গোল অবশ্য পাননি নেইমার। কিন্তু সতীর্থদের গোল করতে সাহায্য করেন ব্রাজিলীয় তারকা।

Advertisement

নেইমারের অভিষেকের দিকেই তাকিয়ে ছিলেন সবাই। প্রথম থেকে তিনি অবশ্য নামেননি। ৬৪ মিনিটে ব্রাজিলিয়ান অলিভিয়েরার পরিবর্তে মাঠে নামেন ১০ নম্বর জার্সিধারী। তাঁকে নামতে দেখে আল হিলাল সমর্থকরা ফেটে পড়েন আনন্দে। নেইমার মাঠে নামার আগেই অবশ্য ২-০ গোলে এগিয়েছিল আল হিলাল। দলের গোল দেখে স্থির থাকতে পারেননি নেইমারও। রিজার্ভ বেঞ্চে বসে তিনি হাততালি দিচ্ছেন, এমন দৃশ্যও দেখা যায়।

[আরও পড়ুন: যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে গেল রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ, গ্রেপ্তার অ্যাকাডেমির ৩ ফুটবলার]

নেইমার মাঠে নামার পরে আল হিলালের আক্রমণের তীব্রতা বাড়ে। মাঠে নামার পরে নেইমারের স্কিলের ঝলকানি দেখা যাচ্ছিল। ব্রাজিলীয় তারকার ফ্লিক থেকে বল পেয়ে গোল করেন আলদাওসারি। 

৮৪ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান ম্যালকম। এর পরে পেনাল্টি পায় আল হিলাল। নেইমার অবশ্য নিজে পেনাল্টি মারেননি। সালেম আলদাওসারি পেনাল্টি থেকে ৫-০ করেন। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে নেইমারের শট আল রিয়াধের গোলকিপার রুখে দেওয়ার পর ফিরতি শটে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন সালেম আলদাওসারি।

আল রিয়াধ অবশ্য সান্ত্বনা গোল পায় অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে। অভিষেক ম্যাচে জয় পাওয়ায় খুশি নেইমার। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

[আরও পড়ুন: নাসিম শাহকে ছাড়াই ভারতের বিরুদ্ধে নামতে হবে! বড় আপডেট দিলেন বাবর আজম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement