shono
Advertisement

বন্ধু থেকে প্রিয়াঙ্কার মনের মানুষ হলেন কীভাবে? অকপট স্বীকারোক্তি নিকের

এক বন্ধুর মাধ্যমে আলাপ দু’জনের৷ The post বন্ধু থেকে প্রিয়াঙ্কার মনের মানুষ হলেন কীভাবে? অকপট স্বীকারোক্তি নিকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 PM Sep 10, 2018Updated: 09:31 PM Sep 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ার অন্দরে প্রিয়াঙ্কা ও নিক জোনাসকে নিয়ে কানাঘুষো কম হয়নি৷ কবে মার্কিনি বয়ফ্রেন্ডের গাঁটছাড়া বাঁধবেন ‘দেশি গার্ল’ তা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান পর্ব সেরেই ফেলেছেন দু’জনে৷ কিন্তু কীভাবে জুটি বাঁধার মতো এত বড় সিদ্ধান্ত নিলেন তাঁরা৷ নিজে মুখেই সেকথা জানালেন নিক জোনাস৷

Advertisement

[‘ভারত’ নিয়ে সলমনের তোপের মুখে প্রিয়াঙ্কা! কী বললেন ভাইজান?]

নিক জোনাস এক সাক্ষাৎকারে বলেন, বাগদানের পাঁচ মাস নিজেরাও জানতেন না যে একে অপরের কাছে চলে এসেছেন তাঁরা৷ নিক বলেন, ‘‘এক বন্ধুর মাধ্যমে আমাদের আলাপ হয়েছিল৷ এরপর আমরা কথা বলতে শুরু করলাম৷ তখনই মেট গালা-য় একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিই৷ এরপর ঘনিষ্ঠরা আমাদের নিয়ে অনেক কিছু বলতে শুরু করল৷ আর সেই কথাগুলোই একদিন সত্যি হয়ে গেল৷’’ নিক আরও বলেন, ‘‘আজ আমরা এনগেজড৷ আমাদের গল্পটা যেন নিজের থেকেই লেখা হয়ে গেল৷’’ মার্কিনি পপ তারকা বলেন, ‘‘এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল৷ আমরা জানতাম, যা করছি ভুল করছি না৷ ব্যাস, ঝাঁপিয়ে পড়লাম৷ এখন আমরা খুব খুশি ৷’’

[প্রকাশ্যে ভাওয়াল সন্ন্যাসীর এক টুকরো গল্প, মুক্তি পেল ট্রেলার]

মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার মন দেওয়া নেওয়া নিয়ে বলিউডের অন্দরে কম আলোচনা হয়নি৷ হাজারও লুকোছাপার চেষ্টা করলেও পাপারাৎজির নজর এড়াননি এই জুটি৷ বারবারই সামনে এসেছে জুটিতে একান্তে কাটানো মুহূর্তের কথা৷ এরপর একদিন আচমকাই বিদেশ বিভূঁই থেকে মুম্বইতে নিককে নিয়ে আসেন ‘দেশি গার্ল’৷ একান্তে গোয়াতে গিয়ে সময়ও কাটান দু’জনে৷ প্রিয়াঙ্কা-নিকের কাটানো ব্যক্তিগত সময়ের কথা যতই সামনে এসেছে, ততই মাথাচাড়া দিয়েছে কবে চার হাত এক হচ্ছে সেই প্রশ্ন৷ হাজার কানাঘুষোর পর মার্কিনি প্রেমিকের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন প্রিয়াঙ্কা৷ কিন্তু এখন একটাই বক্তব্য, কবে চার হাত এক হবে নিক ও প্রিয়াঙ্কার৷

The post বন্ধু থেকে প্রিয়াঙ্কার মনের মানুষ হলেন কীভাবে? অকপট স্বীকারোক্তি নিকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement