shono
Advertisement

কলকাতা বিমানবন্দরে কোটি টাকার কোকেন-সহ গ্রেপ্তার নাইজেরিয় যুবক

উদ্ধার ১৭০ গ্রাম কোকেন। The post কলকাতা বিমানবন্দরে কোটি টাকার কোকেন-সহ গ্রেপ্তার নাইজেরিয় যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:02 AM Jan 05, 2018Updated: 05:32 AM Jan 05, 2018

অর্ণব আইচ:  কলকাতা বিমানবন্দরে এবার কোকেন-সহ নাইজেরিয় যুবককে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। ধৃতের কাছ থেকে ১৭০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

Advertisement

[পায়ুদ্বারে সোনা, পাচারের অভিনব ছক কষে বিমানবন্দরে আটক তরুণী]

জানা গিয়েছে, ধৃত ওই নাইজেরিয় যুবকের নাম কেভিন এডুওয়ার্ড। প্রাথমিক তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকরা জানতে পেরেছেন, গত ২৩ সেপ্টেম্বর এদেশে আসে কেভিন। প্রথমে দিল্লিতে ছিল সে। সেখান থেকে মুম্বইয়ে যায় ভিনদেশি ওই যুবক। মুম্বইয়ে জন ওরফে টনি নামে অপর এক নাইজেরিয় যুবক তাকে ১৭০ গ্রাম কোকেন দেয়। সেই কোকেন নিয়ে কলকাতায় এসেছিল কেভিন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিগোর বিমানে কলকাতা বিমানবন্দরে নামে সে। গোপন সূত্রে আগেই খবর পেয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। বিমানবন্দরে ওঁত পেতেছিলেন তাঁরা। কলকাতা বিমানবন্দরে নামতেই ধরা পড়ে যায় কেভিন। তাকে গ্রেপ্তার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। উদ্ধার হয় ১৭০ গ্রাম কোকেন। কলকাতা পুলিশের গোয়েন্দাদের দাবি, উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য প্রায় এক কোটি। কিন্তু, কলকাতায় কার কাছে কোকেন পৌঁছে দিতে এসেছিল ওই নাইজেরি যুবক? শহরে কি কোনও মাদক পাচারের কোনও আন্তর্জাতিক চক্র কাজ করছে? এখন এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন নারকো কর্তারা।

[ভাঙড়ে মাও-যোগ! বেলঘরিয়ায় ধৃত সিপিআইএমএল রেড স্টার-এর ১১ সদস্য]

প্রসঙ্গত, মাসখানেক আগে কলকাতা বিমানবন্দরে কোকেন-সহ এক বলিভিয়ার এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। গত মাসে বিমানবন্দরের ভারতীয় বংশোম্ভূত মার্কিন মহিলার ব্যাগ থেকে গুলি উদ্ধার করেছিলেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। পেটে লুকিয়ে সোনা পাচার করতে গিয়েও ধরা পড়েছিল দিল্লির এক পড়ুয়া।

[শহরে পারদ নেমে ১১ ডিগ্রি, শীতে কাঁপছে গোটা বাংলা]

The post কলকাতা বিমানবন্দরে কোটি টাকার কোকেন-সহ গ্রেপ্তার নাইজেরিয় যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement