shono
Advertisement

‘নবজাতক ও মা সুস্থ থাকুক’, দূর থেকে Nusrat-কে শুভেচ্ছা নিখিলের

নুসরতকে নিয়ে আর কী বললেন নিখিল?
Posted: 02:17 PM Aug 26, 2021Updated: 04:25 PM Aug 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, নুসরতকে ওটিতে নিয়ে যাওয়ার সময় পাশে ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। 

Advertisement

অন্যদিকে, নুসরত মা হওয়ার পরই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নিখিল জৈন (Nikhil Jain)। তিনি জানিয়েছেন, ‘ওঁর সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। তবে এই সময়ে তা গুরুত্ব পায় না। নবজাতক সুস্থ থাকুক এটাই চাই। মাও সুস্থ থাকুক।’

বিয়ের সাজে নুসরত জাহান ও নিখিল জৈন।

[আরও পড়ুন: Nusrat Jahan: মা হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, কোলে এল ফুটফুটে সন্তান]

২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে তুরস্কে বিয়ে করেন নুসরত জাহান। সেই বিয়ের আসর ছিল দেখার মতো। বিয়ে সেরে দেশে ফিরে নিখিলের সঙ্গে সুখের সংসার শুরু করেন নুসরত। ২০২০ সালে লকডাউনের সময় নিখিল-নুসরতের প্রেম, আদরের ভিডিও, ছবি শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আপাতদৃষ্টিতে নিখিল-নুসরতের দাম্পত্য ছিল সুখেরই। তবে ভুল ভাঙে বছর কাটতেই। হঠাৎ করেই শোনা যায়, নিখিলের বাড়ি ছেড়ে নুসরত রয়েছেন আলাদা। এমনকী, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকারও করেন তিনি। তারপর হঠাৎই শোনা যায়, নুসরত অন্তঃসত্ত্বা। নুসরতের মা হওয়ার খবর পেয়ে, নিখিল সোজা জানিয়ে ছিলেন নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়! তবে নবজাতকের জন্মের পর একটু যেন নরম হলেন নিখিল জৈন। সম্পর্কে দূরত্ব বাড়লেও, দূর থেকেই নুসরতকে শুভেচ্ছা জানালেন তিনি।

ফটোশুটে নিখল-নুসরত।

নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়িয়ে পড়ে নুসরতের। গুঞ্জন শুরু হয়, যশের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হন নুসরত। এই নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরত জাহান। নুসরত প্রসঙ্গে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। তবে নুসরত-যশের সম্পর্ক যে শুধু বন্ধুত্বেরই নয়, তাঁর ইঙ্গিত নিজেরাই বার বার সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন ‘যশরত’।

[আরও পড়ুন:‘নিজের উদ্ধারকর্তা হও নিজেই’, Nusrat Jahan মা হওয়ার ঠিক আগেই ইঙ্গিতবাহী পোস্ট নিখিলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement