shono
Advertisement

‘অজানা জ্বরে’ পরপর মৃত্যু, নিপা ভাইরাসের আতঙ্ক কেরলে! জারি সতর্কতা

'নিপা অ্যালার্ট' জারি বামশাসিত রাজ্যে।
Posted: 03:23 PM Sep 12, 2023Updated: 03:23 PM Sep 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে (Kerala) আতঙ্ক ছড়াচ্ছে নিপা (Nipah) ভাইরাস। পরপর দু’টি ‘অস্বাভাবিক মৃত্যু’র পরে সেখানে জারি হল সতর্কতা। কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভরতি হন ওই দু’জন। কিন্তু এরপরই তাঁদের মৃত্যু হয়। এদিকে এখনও সেখানে একই উপসর্গ নিয়ে ভরতি রয়েছে ৪ জন। তাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। সব মিলিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে।

Advertisement

ভরতি থাকা রোগীদের মধ্যে একজন রয়েছেন আইসিইউয়ে। তিনি প্রয়াত দু’জনের অন্যতম ২২ বছরের এক যুবকের আত্মীয়। শিশুদের মধ্যে দু’জনের বয়স ৪ ও ৯ বছর। আরেকজন শিশুর বয়স ১০ মাস। ইতিমধ্যেই পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তথা এনআইভিতে পাঠানো হয়েছে নমুনা। মঙ্গলবার সন্ধের পর রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে মৃতরা নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে আপৎকালীন বৈঠক শুরু হয়েছে।

[আরও পড়ুন: ফের অগ্নিগর্ভ মণিপুরে ঝরল রক্ত, দুষ্কৃতীদের গুলিতে মৃত ৩]

উল্লেখ্য, কোঝিকোড়ে এর আগেও নিপা ভাইরাসের দৌরাত্ম্য দেখা দিয়েছে। ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

এই ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ কী? মূলত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলাব্যথার মতো প্রাথমিক লক্ষণ থাকে। পরে ঝিমুনি ভাব, শ্বাসকষ্টের মতো আরও নানা উপসর্গ দেখা যায়।

[আরও পড়ুন: তিন বছর ধরে পরকীয়া, বিয়ের জন্য চাপ দিতেই বান্ধবীকে ‘খুন’ সেনা আধিকারিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement