shono
Advertisement

‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

নোংরা রাজনীতি করছে কংগ্রেস, দাবি নির্মলা সীতারমণের৷ The post ‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:25 AM Jan 13, 2019Updated: 11:25 AM Jan 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে অসহিষ্ণুতা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তখন পাকিস্তান ইস্যুতে কংগ্রেসের সমালোচনায় মুখর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ বিজেপি নেত্রী সাফ জানালেন, পাকিস্তানের সহায়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস৷ তাদের সাহায্য চাইতে কংগ্রেস নেতারা বারবার পাকিস্তানে উড়ে যাচ্ছেন৷ দীর্ঘদিন এই ধরনের রাজনীতি করে আসছে কংগ্রেস৷

Advertisement

[ঘুচল ‘পাক-হিন্দু’ তকমা, ভারতের নাগরিকত্ব পেলেন শতায়ু যমুনা ]

শনিবার নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন মঞ্চে বক্তৃতা দিতে উঠে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ শানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী৷ মোদি সরকারের বিরুদ্ধে যখন রাফালে দুর্নীতি ও অসহিষ্ণুতার অভিযোগে সরব কংগ্রেস, তখন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর পাকিস্তান যাত্রাকে হাতিয়ার করেন নির্মলা সীতারমণ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক দক্ষতায় বিশ্ব মঞ্চে অস্তিত্ব সংকটে ভুগছে পাকিস্তান৷ সন্ত্রাসবাদকে মদত দেওয়ায় কার্যত একঘরে হয়ে গিয়েছে তারা৷ আমাদের জওয়ানরা ওদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন৷ সবাই তার প্রমাণ পেয়েছে৷ এমতাবস্থায় পাকিস্তানের সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস৷ সে কারণেই বারবার কংগ্রেস নেতারা পাকিস্তানে যাচ্ছেন৷ এই নোংরা রাজনীতিই করতে জানে ওঁরা৷’’

[সমাজের মূল স্রোতে মেশার সুযোগ, কুম্ভমেলায় ‘কিন্নর আখড়া’]

প্রসঙ্গত, ‘পাকিস্তান প্রীতি’ প্রমাণ করতে গত বছর দু’বার পাকিস্তানে যান কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু৷ প্রথমে পাক প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে৷ তারপর, কর্তারপুর করিডর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে৷ দু’বারই ‘বন্ধু’ ইমরানের ঢালাও প্রশংসা করেন সিধু৷ এমনকী, খলিস্তানপন্থী ও ভারতবিরোধী নেতা গোপাল সিং চাওলার সঙ্গে ছবিও তোলেন এই কংগ্রেস নেতা। পাক সেনাপ্রধানের সঙ্গেও করমর্দন করেন তিনি৷ যা নিয়ে চরমে ওঠে বিতর্ক৷

The post ‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement