সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে অসহিষ্ণুতা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তখন পাকিস্তান ইস্যুতে কংগ্রেসের সমালোচনায় মুখর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ বিজেপি নেত্রী সাফ জানালেন, পাকিস্তানের সহায়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস৷ তাদের সাহায্য চাইতে কংগ্রেস নেতারা বারবার পাকিস্তানে উড়ে যাচ্ছেন৷ দীর্ঘদিন এই ধরনের রাজনীতি করে আসছে কংগ্রেস৷
[ঘুচল ‘পাক-হিন্দু’ তকমা, ভারতের নাগরিকত্ব পেলেন শতায়ু যমুনা ]
শনিবার নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন মঞ্চে বক্তৃতা দিতে উঠে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ শানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী৷ মোদি সরকারের বিরুদ্ধে যখন রাফালে দুর্নীতি ও অসহিষ্ণুতার অভিযোগে সরব কংগ্রেস, তখন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর পাকিস্তান যাত্রাকে হাতিয়ার করেন নির্মলা সীতারমণ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক দক্ষতায় বিশ্ব মঞ্চে অস্তিত্ব সংকটে ভুগছে পাকিস্তান৷ সন্ত্রাসবাদকে মদত দেওয়ায় কার্যত একঘরে হয়ে গিয়েছে তারা৷ আমাদের জওয়ানরা ওদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন৷ সবাই তার প্রমাণ পেয়েছে৷ এমতাবস্থায় পাকিস্তানের সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস৷ সে কারণেই বারবার কংগ্রেস নেতারা পাকিস্তানে যাচ্ছেন৷ এই নোংরা রাজনীতিই করতে জানে ওঁরা৷’’
[সমাজের মূল স্রোতে মেশার সুযোগ, কুম্ভমেলায় ‘কিন্নর আখড়া’]
প্রসঙ্গত, ‘পাকিস্তান প্রীতি’ প্রমাণ করতে গত বছর দু’বার পাকিস্তানে যান কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু৷ প্রথমে পাক প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে৷ তারপর, কর্তারপুর করিডর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে৷ দু’বারই ‘বন্ধু’ ইমরানের ঢালাও প্রশংসা করেন সিধু৷ এমনকী, খলিস্তানপন্থী ও ভারতবিরোধী নেতা গোপাল সিং চাওলার সঙ্গে ছবিও তোলেন এই কংগ্রেস নেতা। পাক সেনাপ্রধানের সঙ্গেও করমর্দন করেন তিনি৷ যা নিয়ে চরমে ওঠে বিতর্ক৷
The post ‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.