বিক্রম রায়, কোচবিহার: রামের ভোট বামে গিয়েছে, আর তাই বাংলায় 'ফুলেফেঁপে' উঠেছে বিজেপি। বার বার এই অভিযোগ করেছে তৃণমূল। চব্বিশের লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতেও 'সঠিক জায়গায় বাম ভোট' দেওয়ার আর্জি জানালেন বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিনিময়ে তৃণমূলের দখল করে নেওয়া বামদের দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নিশীথ যখন এই সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন তখন মঞ্চে বসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার মাথাভাঙ্গার মহকুমার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গোলকগঞ্জ বাজারের মাঠে নিশীথের সমর্থনে প্রচার সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেই মঞ্চেই 'বিনিময় প্রথা'র প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী। তাঁর কথায়, "গ্রামে-ব্লকে-মণ্ডলে, যেখানে বামফ্রন্ট যত দলীয় কার্যালয় দখল হয়েছে তৃণমূলের হাতে, সে সমস্ত কার্যালয় উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে ফিরিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি।" এর বিনিময়ে একটি 'অনুরোধ' করেছেন নিশীথ। তাঁর কথায়, "একটা অনুরোধ করব, নিজেদের ভোট নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, যেখানে ভোট দিলে ভোটটা কাজে লাগবে সেখানে ভোট দিন।" স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য় ছড়িয়েছে।
[আরও পড়ুন: ‘সত্যিটা জানা উচিত জনগণের’, শ্রীলঙ্কাকে দ্বীপ ‘উপহার’ নিয়ে কংগ্রেসকে তোপ জয়শংকরের]
এ প্রসঙ্গে বাম নেতা শমীক লাহিড়ির প্রতিক্রিয়া, "পার্টি অফিস ফেরানোর পর সেগুলিকে কী করতে চান? গরু পাচারের কেন্দ্র? তৃণমূলে থাকাকালীন তো ওই কাজই করতেন।" তৃণমূলের কটাক্ষ, এগুলি কিছুই নয়, হারবে জেনে স্রেফ বাম ভোট টানার মরিয়া চেষ্টা।