সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের বিখ্যাত ১৬৩ তলের বুর্জ খলিফার চেয়েও উঁচু ও মেরিন ড্রাইভের চেয়েও দীর্ঘ স্থাপত্য তৈরি হবে খাস মুম্বইয়ের বুকে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির ড্রিম প্রজেক্ট ইস্টার্ন ওয়াটার ফ্রন্ট হয়ে উঠবে এ দেশের স্থাপত্যের গর্ব, বলছেন মন্ত্রী নিজেই। খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
কেন্দ্রীয় জাহাজ, সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী মুম্বই পোর্ট ট্রাস্টকে ঢেলে সাজাতে চান। মন্ত্রী বলছেন, “মুম্বইয়ের সবচেয়ে বেশি জমি রয়েছে পোর্ট ট্রাস্টের। তাজ হোটেল, ব্যালার্ড এস্টেট, রিলায়েন্স বিল্ডিং -সবই পোর্ট ট্রাস্টের জমি। বন্দরের আশেপাশের বিশাল এলাকা এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।” এবার সেই জমিতেই দুর্দান্ত দেখতে ও অত্যাধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট স্থাপত্য মাথা তুলে দাঁড়াবে বলে জানিয়েছেন মন্ত্রী। পরিকল্পনামাফিক প্ল্যান তৈরি হয়ে গিয়েছে, অপেক্ষা শুধু কেন্দ্রীয় ছাড়পত্রের। শুধু মুম্বই নয়, কলকাতা বন্দরকেও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
[সেনার উপর পাথর ছুড়তে টাকা পাঠাচ্ছে পাকিস্তান, কাশ্মীরে নয়া চাঞ্চল্য]
নীতিন গড়করি বলছেন, “মুম্বইতে কোনও বিল্ডার বা বিনিয়োগকারীকে ওই জমি আমরা দিচ্ছি না। কেন্দ্রীয় উদ্যোগেই ওই সব জমিতে সবুজ রাস্তা, স্মার্ট রোড, মেরিন ড্রাইভের চেয়ে তিন গুণ দীর্ঘ ও বুর্জ খলিফার চেয়েও বেশি উঁচু ঐতিহাসিক স্থাপত্য গড়ে তোলা হবে। সমস্ত পরিকল্পনা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু কেন্দ্রের সম্মতির।”
এমবিপিটি, যার নাম আগে ছিল বম্বে পোর্ট ট্রাস্ট, দেশের সবচেয়ে বড় পাবলিক ল্যান্ড হোল্ডার। ১৮৭৩ থেকে মুম্বই বন্দরের সব দায়িত্বে রয়েছে ওই সংস্থা। দেশের ১২টি বৃহত্তম বন্দরের মধ্যে অন্যতম এই মুম্বই বন্দর। বন্দর এলাকার প্রায় ৫০০ হেক্টর জমির উপর নয়া পরিকল্পনামাফিক স্থাপত্য গড়ে তোলা হবে। তৈরি হবে বন্দরের কাজের জন্য দফতর, বাণিজ্যিক দফতর, সিনেমা হল, বিভিন্ন কমিউনিটি প্রজেক্ট ও কনভেনশন সেন্টার। মাজগাঁও ডক থেকে ওয়াদালা পর্যন্ত একটি ৭ কিলোমিটার লম্বা রাস্তা তৈরি হবে যেটি বর্তমান মেরিন ড্রাইভের চেয়েও লম্বা হবে।
[এখনও বিজেপির স্বর্ণযুগ আসেনি, আসবে বাংলা জয় করলে: অমিত শাহ]
The post বুর্জ খলিফার চেয়েও উঁচু স্থাপত্য তৈরি হবে দেশে, উদ্যোগ গড়করির appeared first on Sangbad Pratidin.