shono
Advertisement

সবুজায়ন প্রকল্পে কাজ পাবেন দশ লক্ষ যুবক

প্রাথমিকভাবে দেড় হাজার কিলোমিটার হাইওয়ের সবুজায়ন করা হবে ৩০০ কোটি টাকা খরচ করে৷ The post সবুজায়ন প্রকল্পে কাজ পাবেন দশ লক্ষ যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:39 PM Jul 02, 2016Updated: 10:09 AM Jul 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় হাইওয়ে সবুজায়ন প্রকল্পের অধীনে দেশের এক লক্ষ কিলোমিটার হাইওয়ের দুই পাশ সবুজায়ন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এই প্রকল্প চালু হলে অন্তত ১০ লক্ষ বেকার যুবক কাজ পাবেন৷
এই প্রকল্প গ্রামীণ ভারতের অর্থনীতির বড় গেম চেঞ্জার হতে চলেছে৷ এই প্রকল্পকে এনআরইজিএ তথা জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া হবে যাতে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা যায়৷

Advertisement

শুক্রবার সরকারের এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি৷
তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে দেড় হাজার কিলোমিটার হাইওয়ের সবুজায়ন করা হবে ৩০০ কোটি টাকা খরচ করে৷ ধাপে ধাপে এই লক্ষ্যমাত্রা বাড়ানো হবে৷ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং অর্থ দফতর এই সবুজায়ন প্রকল্পের ব্যয়ভার বহন করবে৷

The post সবুজায়ন প্রকল্পে কাজ পাবেন দশ লক্ষ যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement