সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যৌন শিক্ষা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মহিলাদের অসম্মান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বুধবার বিধানসভায় তাঁর সেই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন নীতীশ (Nitish Kumar)।
এদিন তিনি বলে দেন, “আমি যা বলেছি, তা ফেরত নিচ্ছি। এমনিই কথাগুলো বলে ফেলেছিলাম। আমার কথার ভুল অর্থ বের করা হয়েছে। আমি মহিলাদের শিক্ষার কথা বলেছিলাম। কিন্তু আমার কথায় কারও আঘাত লেগে থাকলে আমি ক্ষমা চাইছি।”
[আরও পড়ুন: Cricket World Cup 2023: ইডেনে জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন গাভাসকর, দেখুন ভিডিও]
যদিও তিনি ক্ষমা চাওয়ার পরও বিতর্ক থামছে না। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি থেকে বিজেপি নেতা বিজয় সিনহা, প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। মহিলাদের যে জঘন্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে, তার তীব্র নিন্দা করে নীতীশের পদত্যাগ দাবি করছেন বিজয় সিনহা।
মুখ্যমন্ত্রীর ঠিক কোন মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ। তাতেই নীতীশ কুমার (CM Nitish Kumar) বলছেন, পুরুষরা রোজ রাতে করে…। আর তাতেই আরও বেশি বাচ্চার জন্ম হয়। কিন্তু যদি মেয়েরা পড়াশোনা করে, তাহলে সে জানবে যে শেষে ভিতরে ঢুকিও না। বাইরে করে দাও। আপনারাই বুঝে নিন…।” যদিও তাঁর দাবি, মহিলাদের যৌন শিক্ষা নিয়েই কথা বলতে চেয়েছিলেন তিনি। এ বিষয়ে নীতীশের পাশে দাঁড়িয়েছেন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও।