সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা রাখল বিজেপি! বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল, এনডিএ জোট ক্ষমতায় এলে বিহারবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সেই প্রতিশ্রুতিতেই সিলমোহর দিল নীতীশ কুমার নেতৃত্বাধীন সরকার। অর্থাৎ বিনামূল্যেই কোভিড ভ্যাকসিন (COVID-19 Vaccine) পাবেন বিহারের প্রত্যেক বাসিন্দা।
রাজ্যের প্রতিটি প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রস্ততিও চূড়ান্ত পর্যায়ে বলে জানানো হয়েছে। বাকি থাকা প্রস্তুতিও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন নীতীশ কুমার। উল্লেখ্য, অসম, তামিলনাডু, মধ্যপ্রদেশ, কেরল সরকারও বিনামূল্যে কোভিড ভ্যাকসিন বিলির প্রতিশ্রুতি দিয়েছে। তবে সেই প্রতিশ্রুতিতে সরকারি সিলমোহর পড়ল প্রথম বিহারেই (Bihar)। উল্লেখ্য, তেলেঙ্গানায়ও জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হওয়ার পথে।
[আরও পড়ুন : নয়া নিয়মের গেরো, এই কাজটি না করলে বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড!]
এ প্রসঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ জানান, “বিহারের প্রতিটি মানুষ বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পাবে, বিজেপি তথা এনডিএ সরকারের প্রতিশ্রুতি ছিল। এটা বিহারবাসীর জন্য সবচেয়ে বড় উপহার।” তিনি আরও বলেন, “এ রাজ্যের সবচেয়ে বড় শক্তি হল মানবসম্পদ। তাই তাঁদের করোনা থেকে সুরক্ষা দেওয়া সবচেয়ে জরুরি।” মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সদস্য সুশীল মোদি। তিনি বলেন, “বিহারবাসীর একাংশের মাত্র কোভিড ভ্যাকসিন কেনার ক্ষমতা রয়েছে। সে কথা মাথায় রেখেই বিহারের প্রতিটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার ভাবনাচিন্তা করেছিল এনডিএ জোট। তা এবার বাস্তবায়িত হবে।” অন্য রাজ্যগুলিরও বিহারকে দেখা শেখা উচিৎ বলে মতপ্রকাশ করেছেন সুশীল মোদি।
উল্লেখ্য, বিহারে ভোটপ্রচারে এসে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন বিলির প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই সময় তাঁর এই প্রতিশ্রুতি ঘিরে জলঘোলা হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, টিকাকরণ প্রক্রিয়া নিয়েও রাজনীতি করছে বিজেপি। এই ঘোষণায় সিলমোহর পড়ার পর তাঁদের প্রশ্ন, বিহার বিজেপিকে জিতিয়েছে বলে বিনমূল্য কোভিড ভ্যাকসিন পাচ্ছে, দেশে বাকি রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে কী হবে?