shono
Advertisement

‘চাকরি চাই’, দাবি জানাতে নীতীশ কুমারের নিরাপত্তা বলয় ভাঙলেন আরেক নীতীশ কুমার

বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গলদ।
Posted: 06:35 PM Aug 15, 2023Updated: 06:35 PM Aug 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনাচক্রে দু’জনেই নীতীশ কুমার। একজন, রাজ্যের মুখ্যমন্ত্রী। আরেকজন, ২৬ বছর বয়সি বেকার যুবক। প্রথমজন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে স্বাধীনতা দিবসে (Independence Day) পতাকা উত্তোলন করতে। আরেকজন গিয়েছিলেন, নিজের বেকারত্বের জ্বালার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে।

Advertisement

বিহার মিলিটারি পুলিশে চাকরির দাবিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ফেললেন বছর ছাব্বিশের যুবক। তাঁর নামও নীতীশ কুমার। শেষ পর্যন্ত অবশ্য তিনি মুখ্যমন্ত্রী নীতীশের কাছে পৌঁছাতে পারেননি। পুলিশ তাঁকে ধরে ফেলেছে। তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কীভাবে তিনি নীতীশের সুরক্ষাবেষ্টনী ভেঙে অতদুর ঢুকে পড়লেন, প্রশ্ন উঠেছে।

[আরও পড়ুন:  ‘নারীদের হাত ধরেই দেশের উন্নতি হবে’, স্বাধীনতা দিবসে বার্তা মোদির, পতাকা উত্তোলন মমতার]

মঙ্গলবার পাটনার গান্ধী ময়দানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর ভাষণ চলাকালীন আচমকাই ব্যানার হাতে সভার দিকে এগোতে থাকেন ওই যুবক। যদিও কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন। তাঁকে আটক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।

[আরও পড়ুন: রাজস্থানে ফের অঞ্জু কাণ্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে কুয়েতে পাড়ি দিলেন দুই সন্তানের মা]

এ প্রসঙ্গে পাটনার জেলাশাসক জানিয়েছেন, ওই যুবক বিহার পুলিশে (Bihar Police) চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে দাবি করেছে। বছর কয়েক আগে চাকরিরত অবস্থায় তাঁর বাবার মৃত্যু হয়েছিল। সহানুভূতির ভিত্তিতে তাঁর চাকরি পাওয়া উচিত বলে দাবি ওই যুবকের। সেই আরজি জানাতেই তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। যদিও এ বিষয়ে প্রশাসন পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement