shono
Advertisement

জ্যোতি বসু সেন্টারের শিলান্যাসে অনিশ্চিত নীতীশ-বিজয়ন

প্রাক্তন মুখ‌্যমন্ত্রীর প্রয়াণ দিবসে আজ নিউটাউনে অনুষ্ঠান।
Posted: 09:22 AM Jan 17, 2024Updated: 12:50 PM Jan 17, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আজ বুধবার নিউটাউনে জ্যোতি বসু স্টাডি অ‌্যান্ড রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে অনিশ্চিত বিহারের মুখ‌্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার রাত পর্যন্ত নীতীশের আসার ব‌্যাপারে কোনও খবর নেই আলিমুদ্দিনের কাছে। নীতীশের সচিবালয়ের তরফ থেকে বলা হয়েছে বিহারের মুখ‌্যমন্ত্রীর শরীর ভালো নেই। তাছাড়া লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন কর্মসূচি নিয়েও নিজের রাজ্যে ব‌্যস্ত রয়েছেন নীতীশ কুমার। 

Advertisement

জোটধর্ম মেনে আসন সমঝোতার বিষয়ও রয়েছে। বিহারের মুখ‌্যমন্ত্রী না আসতে পারলে তাঁর বিকল্প হিসাবে সেখানকার উপমুখ‌্যমন্ত্রী তেজস্বী যাদবকে অন্তত পাঠানোর কথা সিপিএমের তরফে বলা হয়েছিল। তেজস্বীর আসার বিষয়েও কোনও সবুজ সংকেত আসেনি। অনুষ্ঠানের আরেক অতিথি কেরলের মুখ‌্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরোর সদস‌্য পিনারাই বিজয়নের আসার সম্ভাবনাও ক্ষীণ। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আসছেন। সীতারামের আসা নিয়ে নিশ্চিত আলিমুদ্দিন। সিপিএমের একটি পক্ষ থেকে বিহারের মুখ‌্যমন্ত্রীর আসার অনিশ্চয়তা নিয়ে তাঁর শরীর ভালো না থাকার কারণ বলা হলেও, এর পিছনে অন‌্য কোনও বিষয় রয়েছে কি না তা নিয়েও অবশ‌্য রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, নীতীশের এই আসার অনিশ্চয়তার পিছনে ইন্ডিয়া জোটের কোনও সমীকরণও থাকতে পারে।

[আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা শেষে ঘরের পথে লক্ষ লক্ষ তীর্থযাত্রী, সৈকত সাফাইয়ে মন্ত্রীরা]

সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদ মাধ‌্যমকে জানিয়েছেন, ‘‘রামমন্দির উদ্বোধনের আগে যা পরিস্থিতি তাতে কেউই নিজেদের রাজ‌্য ছেড়ে অন‌্যত্র যেতে চাইছেন না। সেই সঙ্গে নীতীশের শারীরিক বিষয়টিও রয়েছে।’’ অন‌্যদিকে, আজ সরকারি কর্মসূচিতে কেরলে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে কেরলের মুখ‌্যমন্ত্রী পিনারাই বিজয়নের আসাও অনিশ্চিত হয়ে পড়েছে। আজ নিউটাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ‌াল স্টাডিজ অ‌্যান্ড রিসার্চের শিলান‌্যাস অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষতা নিয়ে এক আলোচনাচক্রে ভাষণ দেওয়ার কথা নীতীশ কুমার, পিনারাই বিজয়নদের। এমনটাই জানিয়েছিলেন সেন্টারের চেয়ারম‌্যান বিমান বসু।

প্রাক্তন মুখ‌্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিতে উৎসর্গিকৃত ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ‌াল স্টাডিজ অ‌্যান্ড রিসার্চ— এর নিজস্ব ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে নিউটাউনে। রিসার্চ সেন্টারের সম্পাদক রবীন দেব জানান, আজ জ্যোতিবাবুর ১৫তম প্রয়াণ দিবসেই কেন্দ্র নির্মাণের জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সীতারাম ইয়েচুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement