shono
Advertisement
Diljit Dosanjh

বজরং দলের হুমকি! 'দেশটা কারও বাপের না' পালটা গর্জন দিলজিতের

কীসের হুমকি পেলেন দিলজিৎ?
Published By: Akash MisraPosted: 02:37 PM Dec 09, 2024Updated: 02:37 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গলুরু সেরে ইন্দোর শহরে হয়ে গেল জমজমাট দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান। তবে গানের মাঝে আচমকাই চটলেন দিলজিৎ। যেহেতু শিল্পী, তাই গানের ভাষাতেই জানালেন প্রতিবাদ।

Advertisement

তা হঠাৎ কেন মঞ্চে প্রতিবাদী হয়ে উঠলেন পাঞ্জাবি গায়ক?

সূত্রের খবর, ইন্দোরে দিলজিতের অনুষ্ঠান শুরু আগে বজরং দলের সদস্যরা অনুষ্ঠানে স্থলে মদ বিক্রি যাতে না হয় তা নিশ্চিত করার কথা বলেন। আর তাতে চটেন দিলজিৎ। তবে কথায় নয়, গানের মধ্য়ে দিয়েই হুঙ্কার ছাড়েন দিলজিৎ। রাহাত ইন্দোওরির কবিতার থেকে শব্দ ধার নিয়ে দিলজিৎ গেয়ে ওঠেন। ‘‘সভি কা খুন হ্যায় ইস্ মিট্টি মে শামিল, কিসি কি বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যাঁ?’’

দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা, ততটাই বিতর্ক! পাঞ্জাবি পপস্টার বিদেশ জয় করে সদ্য দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন। আর দিল্লিতে কনসার্টের পর থেকেই একের পর এক বিতর্ক সঙ্গী হয়েছে দিলজিতের। গানের মাধ্যমে মদ, মাদকের প্রচার করার অভিযোগে আইনি নোটিস পেয়েছিলেন তেলেঙ্গনা সরকারের তরফে।

হায়দরাবাদে সেইমতো নিজের গানের লিরিকস বদলে শো করেন গায়ক। এর পরই রটে যায়, আহমেদাবাদে শো করার আগেও নাকি গুজরাট সরকারের তরফে আইনি নোটিস পেয়েছেন দিলজিৎ। খবর শুনেই রেগে কাঁই গায়ক! আর এবার গানের মধ্যে দিয়ে গর্জন করে উঠলেন দিলজিৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হায়দরাবাদে সেইমতো নিজের গানের লিরিকস বদলে শো করেন গায়ক।
  • এবার গানের মধ্যে দিয়ে গর্জন করে উঠলেন দিলজিৎ।
Advertisement