shono
Advertisement

করোনা আবহে ফের বাতিল অমরনাথ যাত্রা, থাকছে অনলাইন আরতির ব্যবস্থা

সিদ্ধান্তের কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
Posted: 05:35 PM Jun 21, 2021Updated: 06:18 PM Jun 21, 2021

মাসুদ আহমেদ, শ্রীনগর: করোনা আবহে ফের বাতিল অমরনাথ যাত্রা (Amarnath Yatra)।একাধিক বৈঠক ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তবে ভক্তদের জন্য অনলাইন আরতির ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: নিউটাউন এনকাউন্টার: গ্যাংস্টার ভুল্লারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত]

চলতি বছর জুনের ২৮ তারিখ থেকে ৫৬ দিনের অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল। শিবের ওই গুহামন্দির দর্শন করতে প্রত্যেক বছর হাজার হাজার ভক্তরা আসেন। ভূস্বর্গের লিদার ভ্যালিতে প্রায় ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় রয়েছে অমরনাথের গুহা। দুর্গম জঙ্গল ও পাহাড়ে ঘেরা অমরনাথে পৌঁছতে গিয়ে প্রতিবছরই প্রাণ যায় বেশ কয়েকজন পুণ্যার্থীর। বিপদ আরও বাড়িয়ে সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কার মাঝেই এবার রয়েছে মহামারীর ছায়া। গত বছরও করোনার জেরে বাতিল হয়ে গিয়েছিল যাত্রা। এবার পরিস্থিতি সেই অর্থে নিয়ন্ত্রণে না আসায় যাত্রার অনুমতি মেলেনি। প্রসঙ্গত, নয়ের দশক থেকেই তেহরিক-উল-মুজাহিদিন জঙ্গি সংগঠন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালাত৷ পরে তারাই আইএসের শাখা সংগঠন হিসাবে কাশ্মীরে প্রতিষ্ঠা করে আইএস জম্মু-কাশ্মীর (ISJK)৷ এই দল ছাড়াও আরও একাধিক জেহাদি সংগঠন পুণ্যার্থীদের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা।এদিকে, করোনা আবহে লক্ষ লক্ষ মানুষের সমাগমে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও জোরাল হয়েছে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে মোদির ভোটপ্রচার শুরু হলেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ, তোপ সায়নীর]

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার, ২৪ জুন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) একটি সর্বদলীয় বৈঠকের (All-party meet) ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মোদি (PM Modi)। নয়াদিল্লিতেই ওই বৈঠক হবে। সূত্রানুসারে, কেন্দ্রশাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতানেত্রীদের ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা হয়। সেই সময়ই রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সিদ্ধান্তের পর এই প্রথম সেখানে এমন রাজনৈতিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে করোনা পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে সেখানে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement