সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কলেজেও জারি হল পোশাক ফতোয়া। বোরখা পরে আর কলেজে ঢুকতে পারবেন না কোনও পড়ুয়া। নিয়ম অমান্য করলে হতে পারে ২৫০ টাকা জরিমানা। পাটনার জেডি মহিলা কলেজের এই ফতোয়ায় রেগে আগুন পড়ুয়ারা। কলেজ চত্বরে প্রতিবাদে শামিল তরুণীরা। বাধ্য হয়ে চাপের মুখে অবস্থান বদল কলেজ কর্তৃপক্ষের।
সম্প্রতি পাটনার জেডি মহিলা কলেজে একটি নোটিস জারি করা হয়। যাতে বলা হয়েছে, কোনও মুসলমান ছাত্রীই এবার থেকে বোরখা পরে কলেজে ঢুকতে পারবেন না। পরিবর্তে তাঁদের কলেজ কর্তৃপক্ষের নির্দিষ্ট করা পোশাক পরেই ঢুকতে হবে কলেজে। তবে কী পোশাক পরতে পারবেন তাঁরা, সে বিষয়ে নোটিসে স্পষ্ট করে কিছুই উল্লেখ করা হয়নি। কলেজ কর্তৃপক্ষের কথা না মেনে যদি কেউ বোরখা পরে কলেজে ঢোকে সেক্ষেত্রে তাঁর ২৫০ টাকা জরিমানাও হতে পারে।
[আরও পড়ুন: ২৬ জানুয়ারির আগে বানচাল ফিঁদায়ে হামলার ছক, ফাঁদে তিন জইশ জঙ্গি]
এই নোটিস জারি হওয়ার পর থেকেই অত্যন্ত বিরক্ত পড়ুয়ারা। শনিবার সকালে কলেজ চত্বরে বিক্ষোভও দেখাতে শুরু করেন তাঁরা। পড়ুয়াদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব কলেজ কর্তৃপক্ষকে নোটিস প্রত্যাহার করতে হবে। দীর্ঘক্ষণ আন্দোলন চলার পরে অবস্থান বদল করে কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ শ্যামা রায় বলেন, “বোরখা পরে কেউ কলেজে ঢুকতে পারবে না। নোটিসে একথা উল্লেখ করেছিলাম আমরা। তবে পড়ুয়াদের কথা ভাবনাচিন্তার পর আমরা বোরখা পরা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করছি।”
সংশোধিত নাগরিকত্ব আইন(CAA) নিয়ে উত্তাল গোটা দেশ। অনেকেই বলছেন, ধর্মের ভিত্তিতে দেশে বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপি সরকার। তারপর থেকে CAA বিরোধীদের আন্দোলনে জ্বলছে গোটা দেশ। পোশাক দেখেই আন্দোলনকারী কারা, তা বোঝা যাচ্ছে বলেই দলীয় সভামঞ্চ থেকে আন্দোলনের আগুনে ঘৃতাহুতি দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মাঝে পাটনার কলেজে বোরখা ব্যবহার নিষিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ পড়ুয়ারা। মুসলমান বিদ্বেষ এভাবেই সামনে আসছে বলেও তোপ দেগেছেন অনেকেই।
The post এবার থেকে বোরখা পরে কলেজে ঢুকলেই দিতে হবে জরিমানা! ফতোয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.