shono
Advertisement

Breaking News

সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থার তোড়জোড়, পাশে বসেও ক্ষোভ চেপে রাখলেন না কৃষ্ণা

সূত্রের খবর, দু-একদিনের মধ্যে বিধাননগরের মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনা হবে৷ The post সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থার তোড়জোড়, পাশে বসেও ক্ষোভ চেপে রাখলেন না কৃষ্ণা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:09 PM Jul 08, 2019Updated: 08:09 PM Jul 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের মধ্যে কিছুটা বিপাকে পড়লেও, দিনভর প্রচারের আলো টেনে রেখেছিলেন নিজের দিকে৷ সোমবার বিকেল নাগাদ বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর ঘরে সাংবাদিকদের নিয়ে ঢুকেই পড়লেন মেয়র সব্যসাচী দত্ত৷ দু’জনে পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলনও করলেন৷ আর সন্ধে গড়াতে জানা গেল, মেয়রের বিরুদ্ধে দ্রুতই অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন কাউন্সিলররা৷ দু-একদিনের মধ্যেই আইননুগ ব্যবস্থা নেওয়া হবে৷

Advertisement

[আরও পড়ুন: ‘মীরজাফরের মতো কাজ করছে’, সব্যসাচীকে ইস্তফা দিতে চাপ ফিরহাদ হাকিমের]

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে নিয়েই ভোটের আগে থেকে অসন্তোষ দানা বাঁধছিল তৃণমূলের অন্দরে৷ তৃণমূল ত্যাগী বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে সদ্ভাব, নিজের বাড়িতে আমন্ত্রণ করে লুচি-আলুর দম খাওয়ানোর জন্য কম ধাক্কা পোহাতে হয়নি সব্যসাচীকে৷ ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে নেমে সব্যসাচীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বোঝাতে হয়েছিল, দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবেই থাকছেন বিধাননগরের মেয়র৷

ভোট শেষ হতে ফের তাঁর দলত্যাগের জল্পনা উসকে উঠেছে৷ খুব কম সময়ের মধ্যে নানা ওঠাপড়ায় দলের আরও বিরাগভাজন হয়েছেন সব্যসাচী দত্ত৷ তবে একইসঙ্গে তাঁর একদল অনুগামীকেও দেখা গিয়েছে, মেয়রের পাশে থাকতে৷ সোমবার সকালে বিধাননগর পুরসভার বৈঠকের পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে নির্দেশ দিয়েছিলেন, মেয়র পদ থেকে ইস্তফা দিতে৷ মনে করা হচ্ছিল যে, এবার বোধহয় সব্যসাচী-বিয়োগ ঘটেই যাচ্ছে তৃণমূলে৷ কিন্তু অকুতোভয় সব্যসাচী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মেয়র পদ থেকে সরবেন না৷ সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে৷ যদিও তাতে আইনি বাধা আছে৷ পুর আইন অনুযায়ী, মেয়রের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে পদচ্যুত না করে প্রশাসনিক ক্ষমতা খর্ব করা যায় না৷ আবার অনাস্থা এনে তৃণমূল হেরে গেলেও তা দলের পক্ষে ব্যুমেরাং হবে, সেকথাও ভাবতে হচ্ছে শাসকদলকে৷

[আরও পড়ুন: এক দোকানে চাল-ডাল থেকে পোশাক, সোনাগাছিতে যৌনকর্মীদের জন্য ডিপার্টমেন্টাল স্টোর্স]

এসবের মাঝেই সব্যসাচী দত্ত বিকেলে আবার আরেকটি ভূমিকা পালন করলেন৷ চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর ঘরে বৈঠক চলাকালীন সব্যসাচী আচমকাই ঢুকে পড়েন তাঁর ঘরে৷ আচমকা সব্যসাচীর আগমনে হকচকিয়ে যান চেয়ারপার্সনও৷ তারপর অবশ্য সবটা সুকৌশলে সামলে নেন৷ তবে তাঁর কথায় ক্ষোভও চাপা রইল না৷ সব্যসাচীর ভূমিকা নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে, কৃষ্ণা চক্রবর্তী স্পষ্টই বললেন, ‘এসব বলার অধিকারী আমি নই৷ দল যে দায়িত্ব দিয়েছে, সেটাই পালন করব৷ আমারও ইচ্ছে ছিল মেয়র হওয়ার৷ দল মনে করেনি, তাই আমাকে করেনি৷ সব্যসাচী এখনও মেয়র৷ ও আমার ঘরে এলে কি বলব, সব্যসাচী, তুমি বেরিয়ে যাও?’ এসব কথা বলার সময়ে অবশ্য সব্যসাচী দত্ত তাঁর পাশে হালকা হাসিমুখ করেই বসেছিলেন৷ বিশেষ কথা বলেননি৷ তবে বিধাননগর পুরসভার এই সংকটের পরিস্থিতিতেও মেয়র এবং চেয়ারপার্সনকে পাশাপাশি থাকতে দেখে অনেকের মনেই সংশয় জেগেছে৷

The post সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থার তোড়জোড়, পাশে বসেও ক্ষোভ চেপে রাখলেন না কৃষ্ণা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement