ভূসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন ভিনেশ ফোগাট-সহ বেশ কয়েকজন কুস্তিগির। সেই নিয়ে পাঁচটি মামলার চার্জ গঠন করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আনা এফআইআর খারিজ করার জন্য আবেদন করেছিলেন ব্রিজভূষণ (Brij Bhushan Singh)। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট।
গত মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে একটি মামলা খারিজ হয়ে যায়। বাকি পাঁচ মামলার চার্জ গঠন করা হয়েছিল। দেশের একাধিক শীর্ষস্থানীয় মহিলা কুস্তিগির কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। দিল্লির যন্তর মন্তরে ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবিতে দীর্ঘ দিন ধরে ধরনাও দেন কুস্তিগিররা। পরে, শীর্ষ আদালতের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে নারী নিগ্রহ, যৌন হেনস্থা, আড়াল থেকে নজরদারি, অপরাধমূলক হুমকির মতো একাধিক অভিযোগে চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ।
[আরও পড়ুন: ভারতকে ‘টুকে’ দাও! বেহাল পাক ক্রিকেট বাঁচাতে দাওয়াই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের]
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। কিন্তু বিচারপতি নীনা বনসল জানিয়ে দিয়েছেন এটা তদন্ত থেকে নজর ঘোরানোর চেষ্টা। ফলে ব্রিজভূষণের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, "সব বিষয়ে এভাবে সার্বজনীন রায় দেওয়া যায় না। যদি আপনাকে চ্যালেঞ্জ করতেই হত, তাহলে তা ট্রায়াল শুরুর আগে করতে হত।" ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তাঁকে দুসপ্তাহের মধ্যে ফের নতুন করে আবেদনের সময় দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: বন্যায় বিধ্বস্ত গুজরাট, ঘরবন্দি বিশ্বকাপের দলে থাকা ভারতীয় স্পিনার]
গত বছরই তাঁকে কুস্তি ফেডারেশনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। উত্তর প্রদেশ থেকে লোকসভা নির্বাচনেও লড়েননি তিনি। সেই আসনে বর্তমানে সাংসদ তাঁর ছেলে। ব্রিজভূষণের পক্ষ থেকে অভিযোগ, তাঁকে ফেডারেশনের পদ থেকে সরানোর জন্যই অভিযোগ আনা হয়েছিল। এমনকী তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগও আনেন। তবে ব্রিজভূষণ যাই দাবি করুন, আপাতত রেহাই পাচ্ছেন না।