সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিক যত এগিয়ে আসছে ততই বিতর্কে জড়াচ্ছে ইন্ডিয়ান ওলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ৷ এই প্রথম ওলিম্পিকে যোগ দিচ্ছেনভারতের মহিলা কুস্তিগিররা৷ অথচ, মাত্র একজন ফিজিও নিয়ে যাওয়া হচ্ছে দল৷ তাও তিনি কিনা পুরুষ ফিজিও! স্বাভাবিকভাবেই মহিলা দলের সঙ্গে কোনও মহিলা ফিজিও না নিয়ে যাওয়ায় বিতর্কের ঝড় বইতে শুরু করেছে গোটা রাজধানী জুড়ে৷
রিও-তে মোট আটজন কুস্তিগিরকে পাঠানো হচ্ছে৷ যার মধ্যে পাঁচজন হলেন পুরুষ৷ বাকি যে তিন মহিলা যাচ্ছেন, তাঁরা হলেন, বিনেশ ফোগাট (৪৮ কেজি), ববিতা (৫৩ কেজি ফ্রিস্টাইল) ও সাক্ষী মালিক (৫৮ কেজি ফ্রিস্টাইল)৷ সম্প্রতি বিশ্ব ওলিম্পিক কোয়ালিফাইং টুর্নামেন্টে সোনা পেয়েছেন বিনেশ৷ ইস্তানবুলে তাঁর পারফরম্যান্স এবারের ওলিম্পিকে পদক জয়ের সম্ভাবনাকে অনেকটাই উজ্জ্বল করে তুলেছে৷
সোনিপাতের প্রশিক্ষণ শিবিরে মহিলা কুস্তিগিরদের দেখাশোনার দায়িত্বে ছিলেন এক মহিলা ও দুই পুরুষ ফিজিও৷ রুচা কাশলকর শুধু মহিলাদের দেখাশোনার দায়িত্বে ছিলেন৷ বাকি দুই পুরুষ ফিজিও ব্রজেশ কুমার ও ধীরেন্দ্র প্রতাপ মহিলা ও পুরুষ কুস্তিগিরদের দেখাশোনা করেছে৷ অথচ ব্রজেশকুমার ছাড়া রিওতে আর কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না৷ স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, মহিলা কুস্তিগিররা কি আদৌ ফিজিওর সাহচর্যে আসবেন? অথচ কুস্তিগিরদের কাছে ফিজিওর প্রয়োজনীয়তা বিশাল৷ বিনেশ আক্ষেপ করে জানিয়েছেন, তাঁদের সঙ্গে মহিলা ফিজিও থাকলে অনেক বেশি সুবিধা হত৷ তিনি বলেন, “মহিলা কুস্তিগিররা মহিলা ফিজিওর কাছে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, নিশ্চয়ই পুরুষ ফিজিওর কাছে তা করবে না৷ অথচ আমাদের কর্তারা সেটাই বুঝলেন না৷ এর চেয়ে আর দুঃখের কিছু নেই৷”
আসলে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) যে গাইডলাইন দিয়েছে, তাতে কুস্তিগিরদের সঙ্গে একজন মাত্র ফিজিও যেতে পারবেন৷ কুস্তি ফেডারেশনের তরফ থেকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সাইয়ের কাছে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি৷
The post রিওতে মেয়ে কুস্তিগিরদের পুরুষ ফিজিও! appeared first on Sangbad Pratidin.