shono
Advertisement

মাসের শুরুতে আদৌ কতদিন বন্ধ থাকবে ব্যাংক? আসল সত্যিটা জানুন

বিবৃতি প্রকাশ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের৷ The post মাসের শুরুতে আদৌ কতদিন বন্ধ থাকবে ব্যাংক? আসল সত্যিটা জানুন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Aug 31, 2018Updated: 04:01 PM Aug 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস পয়লা ব্যাংকই ভরসা মধ্যবিত্তের৷ এরই মাঝে দেশ জুড়ে ছড়িয়েছে মাসের শুরুতে ব্যাংক বন্ধের জল্পনা৷ সেপ্টেম্বরের শুরুতেই পাঁচদিন ব্যাংক বন্ধ থাকার জল্পনায় চিন্তিত গ্রাহকরা৷ ব্যাংক আদতে কতদিন বন্ধ থাকবে? এটিএম-ও বন্ধ থাকবে কিনা, এ বিষয়ে হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গ্রাহকদের মনে৷ গ্রাহকদের আশঙ্কা দূর করতে এবার আসরে নামলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ আদতে কতদিন ব্যাংক বন্ধ থাকবে আর কী কারণেই বা ব্যাংক বন্ধ থাকবে অর্থ দপ্তরের তরফে সেই সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে৷

Advertisement

[নাগাল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত ১২, বিপর্যয় মোকাবিলা দল পাঠাল কেন্দ্র]

ওই বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পয়লা সেপ্টেম্বর, শনিবার নির্দিষ্ট নিয়মেই ব্যাংকে লেনদেন চলবে৷ দোসরা সেপ্টেম্বর রবিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে৷ উত্তর ভারতেই মূলত জন্মাষ্টমী পালন করা হয়৷ তাই তেসরা সেপ্টেম্বর উত্তর ভারতের দিকে ব্যাংক বন্ধ থাকবে৷ তবে গোটা দেশ জুড়ে ওইদিন ব্যাংক বন্ধ থাকবে না৷ তার পরের দুদিন ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাংক অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজের তরফে ডাকা ধর্মঘটে গোটা দেশে ব্যাংকিং পরিষেবা বিঘ্নিত হওয়ার কোনও আশঙ্কা নেই বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ এর জেরে এটিএম পরিষেবা ব্যাহত হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দুই তারিখ রবিবার ও আট তারিখ দ্বিতীয় শনিবার বলে ব্যাংক বন্ধ থাকবে৷

[রেকর্ড পতন টাকার মূল্যে, পাল্লা দিয়ে বাড়ল পেট্রল-ডিজেলের দাম]

এর আগে জল্পনা তৈরি হয় ২ সেপ্টেম্বর রবিবার, জন্মাষ্টমী উপলক্ষে ৩ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকবে৷ এছাড়া ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাংক অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর দু’দিন ধর্মঘট করবে তারা৷ কোনও কাজ না করে রিজার্ভ ব্যাংকের সামনে অবস্থানে শামিল হবেন সংগঠনের সদস্যরা৷ এই আন্দোলনের জেরে ব্যাংকিং পরিষেবা যেমন স্তব্ধ হয়ে যাওয়ার জল্পনা ছড়ায়, তেমনই আবার ওই ধর্মঘটের আওতায় এটিএম-ও আসতে পারে বলেই জনমানসে জল্পনা দানা বাঁধে৷ এই জল্পনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রকের বিবৃতি প্রকাশিত হওয়ায় অনেকটাই স্বস্তিতে গ্রাহকরা৷

The post মাসের শুরুতে আদৌ কতদিন বন্ধ থাকবে ব্যাংক? আসল সত্যিটা জানুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement