সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। সূত্রের খবর, তৃতীয় টেস্টে নামতে পারবেন না লোকেশ রাহুল (KL Rahul)। এখনও পুরোদস্তুর চোট সারিয়ে উঠতে পারেননি তিনি।
গত শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছিল। সেখানে লোকেশ রাহুলের নাম ছিল। প্রেস বিজ্ঞপ্তিতে লেখা ছিল, লোকেশ রাহুলের মাঠে নামা নির্ভর করছে মেডিক্যাল ইউনিটের সবুজ সঙ্কেতের উপরে।
[আরও পড়ুন: ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র আর্জেন্টিনার, বিশেষ বার্তা মেসির]
পরিবর্তিত পরিস্থিতিতে জানা গিয়েছে, তৃতীয় টেস্টের আগে পুরোদস্তুর সুস্থ নন রাহুল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লোকেশ রাহুল ম্যাচ ফিট হওয়ার চেষ্টা এখনও করে যাচ্ছেন। কিন্তু তৃতীয় টেস্টের আগে তাঁর পক্ষে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। আরও এক সপ্তাহ তাঁর অবস্থা খতিয়ে দেখবে মেডিক্যাল ইউনিট। প্রথম টেস্টে চোট পেয়েছিলেন রাহুল। সেই চোটই দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল তাঁকে। উল্লেখ্য, রাজকোটে বৃহস্পতিবার তৃতীয় টেস্টের বল গড়াবে।
পুরোদস্তুর ফিট হতে লোকেশ রাহুলের এখনও খানিকটা সময় লাগবে। রাহুলের পরিবর্তে দলে ডাক পেলেন কর্নাটকের দেবদূত পারিক্কল। উল্লেখ্য, পারিক্কল রাজস্থান রয়্যালসের প্রাক্তন ক্রিকেটার। রাজস্থান ছেড়ে পারিক্কলের নতুন ঠিকানা এখন লখনউ সুপার জায়ান্টস।
রনজি ট্রফিতে পারিক্কল তামিলনাড়ুর বিরুদ্ধে ১৫১ রান করেন। সেই ম্যাচটি দেখেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরও। পাঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রানের ইনিংস খেলেন পারিক্কল। গোয়ার বিরুদ্ধেও সেঞ্চুরি রয়েছে তাঁর। ইন্ডিয়া এ দলের হয়ে শেষ তিনটি ইনিংসে পারিক্কলের রান যথাত্রমে ১০৫, ৬৫ এবং ২১।