shono
Advertisement

‘কোনও ভাবে বাংলায় এনআরসি নয়’, দিল্লি থেকে ফিরেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাধারণ মানুষকে ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ মুখ্যমন্ত্রীর৷ The post ‘কোনও ভাবে বাংলায় এনআরসি নয়’, দিল্লি থেকে ফিরেই ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:45 PM Sep 20, 2019Updated: 07:45 PM Sep 20, 2019

: ‘‘কোনও ভাবেই বাংলায় এনআরসি হবে না৷’’ দিল্লি থেকে ফিরেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নবান্নে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন, এনআরসির আতঙ্কে ত্রস্ত হওয়ার কোনও কারণ নেই৷ তিনি বেঁচে থাকতে বাংলায় এনআসরি হবে না৷

Advertisement

[ আরও পড়ুন: ক্যাম্পাসে অশান্তির বিরুদ্ধে মিছিল থেকে ‘আজাদি’ স্লোগান, যাদবপুরে বিতর্কে এসএফআই ]

অসমের পর ইতিমধ্যে এ রাজ্যেও ছড়িয়ে পড়েছে এনআরসি আতঙ্ক৷ যে আতঙ্কের বশে মৃত্যু হয়েছে দু’জনের৷ সেই মৃত্যুর প্রসঙ্গ টেনেই রাজ্যবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘বাংলায় এনআরসি হবে না৷ আপনারা যেমন আছেন তেমনই থাকবেন৷ শুধুমাত্র ভোটার তালিকায় নামটা তুলে রাখবেন৷ তাহলেই হবে৷ আমরা এ দেশের নাগরিক, ভোটাধিকার প্রয়োগ করা আমাদের গণতান্ত্রিক অধিকার৷’’ আত্মবিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘এনআরসি করতে গেলে রাজ্য সরকারেরও মতামত লাগে৷ এখানে তো আমরা সরকারে রয়েছি৷ আপনারা ভয় পাবেন না৷ আমি যখন বলছি এনআরসি হবে না, তখন বিশ্বাস করুন৷ আপনাদের গায়ে হাত দেওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিতে হবে৷’’ পাশাপাশি, এনআরসি ইস্যুতে বিজেপি ভ্রান্ত প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ জানান, এনআরসি ইস্যুতে ভুল রটানো হচ্ছে৷ বিজেপি অপপ্রচার চালাচ্ছে৷

[ আরও পড়ুন: ‘সার্জিক্যাল স্ট্রাইক করে কমিউনিস্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেব’, পালটা হুমকি দিলীপের ]

উল্লেখ্য, প্রায় আড়াই বছর পর বুধবারই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের দাবিদাওয়ার পূরণের দাবি জানানোর পাশাপাশি, বৈঠকে দেউচা-পাঁচামির উদ্বোধনের জন্য মোদিকে রাজ্যে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এনআরসি সমস্যার কথা বলেন মুখ্যমন্ত্রী৷ বিষয়টি যাতে স্বরাষ্ট্রমন্ত্রক গুরুত্ব দিয়ে দেখে, সেই আবেদন জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লির বৈঠকগুলিতে এ রাজ্যে এনআরসির বিষয়ে কথা হয়নি বলেই, শুক্রবার জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷

The post ‘কোনও ভাবে বাংলায় এনআরসি নয়’, দিল্লি থেকে ফিরেই ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার