সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই রটে গিয়েছিল বাজারে আসতে চলেছে নতুন ১০০০ টাকার নোট। কিন্তু সেই তথ্যকেই কার্যত খারিজ করে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস। বুধবার তিনি টুইট করে জানান, এখনই নতুন ১০০০ টাকার নোট বাজারে আনার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।
(৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা হলেই হিসেব নেবে আয়কর দপ্তর)
এদিন টুইটে তিনি বলেন, “নতুন ১০০০ টাকার নোট চালু করার এখনও কোনও পরিকল্পনা নেই। নতুন ৫০০ টাকা ও তার চেয়ে ছোট নোটের জোগান বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে”।
বুধবার অর্থসচিবের এই টুইট কার্যত বাজারে নতুন ১০০০ টাকা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তাতেই জল ঢেলে দিল। নতুন ১০০০ টাকার নোট ছাড়াও এটিএমে নগদের অভাব সংক্রান্ত বিষয়ে আর একটি টুইট করেন তিনি। অপর টুইটে তিনি বলেন, “এটিএমে নগদ টাকা না পাওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সকলের কাছে অভিযোগ, যতটা প্রয়োজন ততটাই টাকা এটিএম থেকে তুলুন। তা না হলে, অন্যান্য গ্রাহকরা সমস্যার সম্মুখীন হবেন।”
The post এখনই বাজারে আসছে না নয়া ১০০০ টাকার নোট appeared first on Sangbad Pratidin.