shono
Advertisement

Breaking News

ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি?

হাওয়া অফিসের কর্তাদের মতে... The post ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:58 AM Jun 03, 2017Updated: 06:28 AM Jun 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষণিকের বৃষ্টি যেন গরম আরও বাড়িয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে৷ আর সেইসঙ্গে বাতাসে বাড়িয়েছে আর্দ্রতা৷ সূর্যের সঙ্গে মেঘের লুকোচুরি খেলা অব্যাহত৷ কিন্তু এখনও সেই ঝমঝমিয়ে বৃষ্টির দেখা কই? উল্টে প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল শহরবাসী৷ বাড়ি থেকে বের হলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর৷ এই অবস্থা থেকে কবে মুক্তি মিলবে? কবে ঠিকঠাক বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন শহরবাসী৷ জবাবে খুব একটা স্বস্তির খবর দিতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর৷

Advertisement

[‘ভারত-চিন সীমান্ত সমস্যা সত্ত্বেও একটিও গুলি চলেনি গত ৪০ বছরে’]

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আকাশে মেঘ থাকলেও এখনই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে৷ উল্টে মেঘলা থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরও বাড়বে৷ তাই গরমের জন্য আরও অস্বস্তি বাড়বে শহরবাসীর৷ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসের আর্দ্রতার কারণে গরম ভালই অনুভব করবেন শহরের বাসিন্দারা৷ তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ স্কুলগুলিতে ইতিমধ্যেই গরমের ছুটি পড়ে গিয়েছে৷ কিন্তু অনেক সরকারি-বেসরকারি অফিসগুলি খোলা রয়েছে৷ তাই কাজের তাগিদে অনেককেই বাইরে বের হতে হচ্ছে৷ তাঁদের হামেশা নিজেদের সঙ্গে জল রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷

[ওড়িশায় এনকাউন্টারে হত নকশাল কমান্ডার]

চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাতই হবে বলে জানিয়েছিল দিল্লির মৌসম ভবন৷ কিন্তু সেই বৃষ্টির জন্য দেশবাসীকে কতটা অপেক্ষা করতে হবে তা জানাতে পারেননি হাওয়া অফিসের কর্তারা৷ কলকাতার ক্ষেত্রে আগামী কয়েকদিন মেঘলা আকাশই থাকবে বলে জানা গিয়েছে৷ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ বিহার থেকে ছত্তিশগড়ের উত্তরসীমা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে৷ কিন্তু তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ তাই তার প্রভাবে বঙ্গে বৃষ্টির তেমন একটা আশা দেখতে পাচ্ছেন না হাওয়া অফিসের কর্তারা৷

[‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা]

The post ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement