সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র (ICC) বর্ষসেরা ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সেই দলে রয়েছেন বিরাট কোহলিও।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ওয়ানডে-র দল ঘোষণার সঙ্গে সঙ্গে বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করল। সেই দলে অবশ্য জায়গা হল না ভারত অধিনায়ক রোহিত শর্মার। বিরাট কোহলিকেও নেওয়া হল না। বর্ষসেরা টেস্ট দলে রয়েছেন কেবল দুই ভারতীয়। তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নেই কোহলি, পরিবর্ত কি রিঙ্কু?]
দলকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর নেতৃত্বেই ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। কামিন্সের নেতৃত্বেই ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ঘরে তুলেছিল। পাঁচ জন অজি ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে। শ্রীলঙ্কার দিমুথ করুণারত্ন ও অজি তারকা উসমান খোয়াজা ওপেন করবেন। তিন নম্বরে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন নামবেন। পাঁচটি দেশের তারকা ক্রিকেটাররা জায়গা পেয়েছেন আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে।
আইসিসি-র বর্ষসেরা টেস্ট দল: উসমান খোয়াজা, দিমুথ করুণারত্নে. কেন উইলিয়ামসন, জো রুট, ট্রাভিস হেড, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার),প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট ব্রড।