সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিক থাকলে অধিনায়ক হিসাবেই নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে পারতেন বিরাট কোহলি (Virat Kohli)। সেটা হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকাতেই। কিন্তু ভাগ্যের পরিহাসে তা হয়নি। এবার বিরাট কোহলিকে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে হচ্ছে রাজ্যপাট খুইয়ে সাধারণ ক্রিকেটার হিসাবে।
প্রথমে ঠিক ছিল বিরাট কোহলির শততম টেস্ট হবে দিনরাতের। হঠাৎ সেই পরিকল্পনা বদলে ফেলা হল। নতুন সূচি অনুযায়ী, বিরাট কোহলি শততম টেস্ট খেলতে নামবেন মোহালিতে। কিন্তু স্টেডিয়ামে বসে বিরাট কীর্তি দেখার সুযোগ পাবেন না ক্রিকেটপ্রেমীরা। কারণ শনিবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (PCA) তরফ থেকে জানিয়ে দেওয়া হল বিরাটের শততম টেস্টে কোনও দর্শক থাকছে না। ফাঁকা স্টেডিয়ামে ওই ম্যাচ হবে।
[আরও পড়ুন: শ্রেয়সের অনবদ্য ইনিংসে সহজ জয়, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কা সিরিজ ভারতের]
এদিন পাঞ্জাব ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ আর পি সিংলা এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, “মোহালিতে এখনও করোনা আক্রান্তের খবর মিলছে। তাই স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই দর্শকরা খুব মিস করবে। কারণ, প্রায় তিন বছর পর মোহালিতে কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে।” শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই টেস্ট শুরু হবে ৪ মার্চ। অনেকেই মনে করছেন দর্শক না থাকায় বিরাটের শততম টেস্ট কিছুটা হলেও ম্যাড়ম্যাড়ে হয়ে গেল। তবে বিসিসিআই (BCCI) ওই ম্যাচে আলাদা করে কোনও অনুষ্ঠান হয়তো করতে পারে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন অবশ্য ঠিক করে নিয়েছে, তারা বিরাটকে সংবর্ধিত করবে। সংস্থার কোষাধ্যক্ষ বললেন, ‘‘আমরা বড় বড় বিল বোর্ড তৈরি করছি। আর আমাদের অ্যাপেক্স কাউন্সিল ঠিক করেছে বিরাটকে সংবর্ধিত করা হবে। সেটা ম্যাচের আগেও হতে পারে, আবার পরেও হতে পারে। বিসিসিআইয়ের নির্দেশমতো আয়োজন করব।’’
[আরও পড়ুন: সদ্যোজাত সন্তানকে হারানোর পরেও দুরন্ত শতরান! বিষ্ণু সোলাঙ্কির ইনিংসে মুগ্ধ ক্রিকেট দুনিয়া]
বিরাটের শততম ম্যাচে এভাবে দর্শক ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে অখুশি সমর্থকদের একাংশ। সবদিক থেকেই বিসিসিআই প্রাক্তন অধিনায়কের প্রতি বঞ্চনা করছে বলে সমর্থকদের একটা বড় অংশ মনে করছে। তাঁদের প্রশ্ন, করোনা (Coronavirus) ভীতি উপেক্ষা করে পাঞ্জাবে ভোট হতে পারলে মোহালিতে দর্শক থাকবে না কেন?