shono
Advertisement

সব খতম! কাশ্মীরে আর অবশিষ্ট নেই কোনও শীর্ষ জঙ্গি, দাবি ডিজিপির

চলতি বছরে ৪৪ জন শীর্ষ জঙ্গিকে নিকেশ করা হয়েছে, দাবি পুলিশকর্তার।
Posted: 08:33 PM Dec 11, 2022Updated: 08:33 PM Dec 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল পুলওয়ামা হামলায় (Pulwama Attack) জড়িত এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police)। এবার ভূস্বর্গের ডিজিপি (DGP) দিলবাগ সিং (Dilbag Singh) দাবি করলেন, কাশ্মীরের সমস্ত শীর্ষ জঙ্গি নেতাদের খতম করেছে পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী। এদের মধ্যে ৪৪ জনকে চলতি বছরে খতম করা হয়েছে।

Advertisement

সাংবাদিক সম্মেলনে কাশ্মীর পুলিশের ডিজিপি দাবি করেন, উপত্যকায় জঙ্গি কার্যকলাপ তলানিতে এসে ঠেকেছে। “বর্তমানে একজনও বড় জঙ্গি বেঁচে নেই। এদের ৪৪ জনকে চলতি বছরে খতম করা হয়েছে।” জম্মু অঞ্চলে নতুন করে জঙ্গি কার্যকলাপ বাড়ছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডিজিপি বলেন, “একটিমাত্র জেলা ছাড়া সব জায়গা থেকেই জঙ্গিদের নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে। অদূর ভবিষ্যত এখান থেকেও সন্ত্রাসবাদকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। দিলবাগ সিং দাবি করেন, “জম্মুতে ৩-৪ জন জঙ্গি অবশিষ্ট রয়েছে। তাদের শায়েস্তা করা হবে।” 

[আরও পড়ুন: সত্যিকারের নায়ক! গরিব পড়ুয়াদের কোচিং চালাতে অধ্যাপনার পাশাপাশি কুলির কাজ করেন এই যুবক]

দিলবাগ জানান, কাশ্মীরের শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করতে পাকিস্তান ষড়যন্ত্র করে চলেছে দীর্ঘদিন ধরে। তা প্রতিহত করছে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী। বলেন, “বর্তমান পরিস্থিতিতে তরুণরা জেহাদি হওয়ার আগে দু’বার ভাবতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি তাঁদের বোঝানো হচ্ছে, যাতে তাঁরা পাকিস্তানের প্ররোচনায় কোনও ভাবেই যেন পা না দেয়।কারণ সন্ত্রাসবাদের ফলে গত ৩০ বছরে কেবল রক্তাক্তই হয়েছে জম্মু ও কাশ্মীর। স্থানীয়দের উপকৃত হয়নি।”

[আরও পড়ুন: সব বিধায়কই ঝুঁকে বিজেপির দিকে? গুজরাটে বড়সড় ধাক্কার মুখে আম আদমি পার্টি]

প্রসঙ্গত, পুলওয়ামার রাজপোরা এলাকার নিউ কলোনিতে সন্ত্রাসবাদী আশিক নেঙ্গরোর একটি বাড়ি ছিল। প্রশাসন সূত্রে খবর, বাড়িটি সরকারি জমির উপর তৈরি। তাই সেটিকে ভাঙে দেওয়া হয়েছে শনিবার।উল্লেখ্য, ভারত সরকারের ‘সন্ত্রাসবাদী তালিকা’য় নাম রয়েছে কাশ্মীরের বাসিন্দা আশিক নেঙ্গরোর। একাধিক সন্ত্রাসবাদী হামলায় জড়িত রয়েছে ওই জঙ্গি। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় হাত রয়েছে জইশ-ই-মহম্মদের সদস্য আশিক নেঙ্গরোর। বলে রাখা ভাল, জঙ্গিযোগের অভিযোগে মাঝেমধ্যেই প্যালেস্টাইনে বাড়িঘর গুঁড়িয়ে দেয় ইজরায়েলের সেনাবাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement