shono
Advertisement

ভারতের বাজারে Nokia নিয়ে এল নয়া ফিচার ফোন

দাম? আপনার আন্দাজের থেকেও কম। The post ভারতের বাজারে Nokia নিয়ে এল নয়া ফিচার ফোন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Mar 27, 2017Updated: 03:02 PM Mar 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া চেহারায় নোকিয়া ৩৩১০ মডেলটি ফেরত এনে তাক লাগিয়ে দিয়েছিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা। এবার ফিচার ফোন প্রেমীদের জন্য কোম্পানি নিয়ে এল আরও একটি নতুন হ্যান্ডসেট। Nokia 150। এইচএমডি গ্লোবালের লাইসেন্স প্রাপ্ত ফোনটি ইতিমধ্যেই এসে গিয়েছে ভারতের বাজারে। এইচএমডি গ্লোবালের তরফে গত বছর ডিসেম্বরেই Nokia 150 ও Nokia 150 ডুয়াল সিম-যুক্ত ফোনের ঘোষণা করা হয়েছিল। ফিচার ফোন কেনার কোনও প্ল্যান থাকলে চটপট চোখ বুলিয়ে নিন এর ফিচারগুলিতে।

Advertisement

[এবার Jio প্রাইম গ্রাহকরা ফ্রি-তে পাবেন ১২০ জিবি 4G ডেটা]

  • সাদা ও কালো এই দুই রঙে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে Nokia 150 ডুয়াল সিম ফিচার ফোনটি। আমাজনে আপাতত কালো রঙের হ্যান্ডসেট পাবেন।
  • ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে বিশিষ্ট মডেলটি ১০২০ mAh ব্যাটারি যুক্ত। অর্থাৎ একবার চার্জ করলে টানা ৩১ দিন বিন্দাস চলবে ফোনটি।
    ফোনটিতে ইন্টারনেট না থাকলেও রয়েছে LED ফ্ল্যাশ-যুক্ত ভিজিএ ক্যামেরা।
  • এর পাশাপাশি মাইক্রো এসডি কার্ড যোগ করে মেমরি বাড়িয়ে নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
  • মডেলটির ওজন মাত্র ৮১ গ্রাম হওয়ায় বয়স্ক নাগরিকরাও অনায়াসে ব্যবহার করতে পারবেন।
  • এছাড়া এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ারের মতো ফিচারগুলি পেয়ে যাবেন এই হ্যান্ডসেটে।

    [Jio-কে টেক্কা দিতে এবার বিনামূল্যে প্রতিদিন ১ জিবি ডেটা দেবে BSNL]

অর্থাৎ বাজারে স্মার্টফোনের রমরমার আগে একটি ফোনে সাধারণত যে ফিচারগুলির প্রতি ক্রেতা আকৃষ্ট হতেন, সেই সবই থাকছে এটিতে। দাম? মাত্র ২০৫৯ টাকা। কাউকে উপহার দেওয়ার জন্যও এই ফোন আদর্শ। আপাতত আমাজন ও ফ্লিপকার্টে হ্যান্ডসেটটি অর্ডার দেওয়া যাবে।

The post ভারতের বাজারে Nokia নিয়ে এল নয়া ফিচার ফোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement