সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরতুকিবিহীন এলিপিজি সিলিন্ডারের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৯৩-৯৪ টাকা। ১ নভেম্বর থেকে কার্যকর হল নয়া দাম। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট মোতাবেক পয়লা নভেম্বর থেকে বড় বড় শহরে গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে যথাক্রমে এইরকম-
১. দিল্লি: ৭৪২ টাকা
২. কলকাতা: ৭৫৯.৫০ টাকা
৩. মুম্বই: ৭১৮ টাকা
৪. চেন্নাই: ৭৫০ টাকা।
এর পাশাপাশি ভরতুকিযুক্ত এলপিজি রান্নার গ্যাসের দাম বাড়ল ৪.৬০ টাকা করে। ১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডারের দাম নিম্নলিখিত শহরগুলি বেড়ে হল-
১. দিল্লি: ৪৯৫.৬৯ টাকা
২. কলকাতা: ৪৯৮.৪৩ টাকা
৩. মুম্বই: ৪৯৮.৩৮ টাকা
৪. চেন্নাই: ৪৮৩.৬৯ টাকা
এর পাশাপাশি জেট ফুয়েল বা এটিএফের দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে জ্বালানির দাম বাড়ল ২%।
উজ্জ্বলা যোজনায় দরিদ্র সাধারণ মানুষকে সামনে রেখে ভরতুকি ছাড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রয়োজনে সেই ডাকে লক্ষ লক্ষ মানুষ নিজেদের ভরতুকি ছেড়ে দেন। কিন্তু এই সিদ্ধান্তই এখন তাঁদের কাছে ব্যুমেরাং হয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
The post ভরতুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার পিছু ৯৩ টাকা appeared first on Sangbad Pratidin.