সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া (North Korea)। রবিবার কিমের দেশ জানিয়ে দিল আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আমেরিকা (US) ও দক্ষিণ কোরিয়াকে (South Korea) হুঁশিয়ারি দিল তারা। সেই সঙ্গে তাদের পরিষ্কার বার্তা, এই পরীক্ষার সাফল্য তাদের ‘মারাত্মক পারমাণবিক পালটা আক্রমণের ক্ষমতা’কেই প্রকাশ করছে।
জানা গিয়েছে, ২০১৭ সালে এই ক্ষেপণাস্ত্র প্রথমবার পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। শনিবার সকাল স্থানীয় সময় ৮টা নাগাদ কিম জং উন নির্দেশ দেন এই সেনা ড্রিলের। তারপরই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ওয়াসং-১৫ মিসাইল ছোঁড়ে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।
[আরও পড়ুন: ড্রোন, উপগ্রহের রমরমার যুগেও কেন গোপন নজরদারিতে বেলুন ব্যবহার করছে রাশিয়া, চিন?]
প্রসঙ্গত, ক্ষেপণাস্ত্রটি ৬৬ মিনিট আকাশে ওড়ার পর জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। মনে করা হচ্ছে, আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে এই ক্ষেপণাস্ত্র যে সক্ষম, সেটাই বুঝিয়ে দিতে চাইছে উত্তর কোরিয়া।
গত সাত সপ্তাহে এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সেনার তরফে জানিয়ে দেওয়া হল, এই পরীক্ষার মধ্যে দিয়ে এটা বোঝানো সম্ভব হল তারা প্রাণঘাতী পারমাণবিক হামলার প্রত্যুত্তর দিতে সক্ষম। উল্লেখ্য, কিমের দেশ বারবার যেভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তাতে উদ্বিগ্ন জাপান ও দক্ষিণ কোরিয়া। আতঙ্ক ছড়িয়েছে দেশগুলির জনসাধারণের মধ্যেও।