shono
Advertisement

রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা উড়িয়ে ফের মিসাইল নিক্ষেপ কিমের উত্তর কোরিয়ার, ক্ষুব্ধ জাপান

ঠিক কোন ধরনের মিসাইল এটি? তা খতিয়ে দেখছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া।
Posted: 06:10 PM Jan 05, 2022Updated: 06:54 PM Jan 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন যুদ্ধ-যুদ্ধ খেলা। দেশের চরম খাদ্যসংকট, আপাতত অস্ত্রভাণ্ডার ভরপুর করার দিকে চিন্তা না করে খাদ্য উৎপাদনে জোর দিয়েছিলেন রাষ্ট্রপ্রধান। কিন্তু নতুন বছর শুরু হতেই  ফের যুদ্ধাস্ত্রে শান দেওয়া শুরু করল উত্তর কোরিয়া (North Korea)। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নেমেছেন কিম জং উন (Kim Jong Un)। বুধবার সমুদ্রে একটি প্রোজেক্টাইল (Projectile) নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। খবরটি নিশ্চিত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী বাহিনী। জাপানের ধারণা, এটি একটি ব্যালিস্টিক মিসাইল। যদিও এ বিষয়ে তারা নিশ্চিত নয়। প্রসঙ্গত, কোনওরকম ব্যালিস্টিক বা পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাষ্ট্রসংঘ। তা উপেক্ষা করেই প্রোজেক্টাইল ছুঁড়ল কিমের দেশ।

Advertisement

পিয়ংইয়ংয়ের তরফে মিসাইল উৎক্ষেপণের ঘটনা সবার আগে নজরে আসে জাপান (Japan) উপকূলরক্ষী বাহিনীর। এরপর দক্ষিণ কোরিয়ার (South Korea) তরফেও তা নিশ্চিত করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ (JCS) বিবৃতি দিয়ে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ” দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিতে কড়া নজরে রাখছে। মিসাইলটি নিয়ে বিশদে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।” জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি জানিয়েছেন, ব্যালিস্টিক মিসাইলটি প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। পরমাণু নীতি বিশেষজ্ঞ অঙ্কিত পাণ্ডার মত, পিয়ংইয়ংয়ের ছোঁড়া মিসাইলটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে নাকি সামান্য দূরত্বের, তা বোঝার কোনও উপায় এই মুহূর্তে নেই। ফলে আরও কিছু তথ্য পাওয়ার অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

[আরও পড়ুন: ওমিক্রনকে অবহেলা করলেই সর্বনাশ! আসতে পারে আরও ভয়ংকর স্ট্রেন, সতর্ক করল WHO]

২০২১-এর জানুয়ারি মাসে কমিউনিস্ট দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে (Pyongyang)সামরিক কুচকাওয়াজে দৈত্যকার ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করেছিল উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, দৈত্যাকার হাতিয়ারটি হচ্ছে ‘সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল’ (SCBM) বা ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করার মতো ক্ষেপণাস্ত্র। এটি আণবিক অস্ত্রবহনে সক্ষম বলেও দাবি। মূলত আমেরিকাকে ভয় দেখিয়ে কূটনৈতিক মঞ্চে সুবিধা আদায় করতেই কিমের এই শক্তি প্রদর্শন কিম বলে মনে করছিলেন বিশ্লেষকরা।

[আরও পড়ুন: আফগান নাগরিককে জীবন্ত সমাধি, উজবেকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়াল তালিবান]

এবার ২০২২-এর শুরুতেও চুপিসাড়ে মিসাইল উৎক্ষেপণের বিষয়টি ঘিরে ফের আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিষয়টিকে ‘অত্যন্ত আক্ষেপজনক’ বলে উল্লেখ করেছেন। ২০২১ সাল থেকে বারবার মিসাইল উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। যা একেবারেই ভালভাবে নেয়নি আন্তর্জাতিক মহল। শেষমেশ রাষ্ট্রসংঘ ব্যালিস্টিক এবং পরমাণু মিসাইল পরীক্ষানিরীক্ষায় উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ২০২২ সালের গোড়াতেই সেই নিষেধাজ্ঞা উড়িয়ে ফের মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement