সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত হল ২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize)। এবছর নোবেল পেলেন নরওয়ের (Norwegian) সাহিত্যিক জন ফোসে। মূলত নাটক ও গদ্য রচনা করেই জনপ্রিয় ফোসে। তাঁর রচনা ভাষা জুগিয়েছে মূকদের মুখে। আর সেই কাজে তাঁর অসামান্য কীর্তির জন্য এ বছর তাঁকেই পুরস্কার দিল নোবেল কমিটি। ৬৪ বছর বয়সী ফোসের সাহিত্যকর্মের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘মেলানকলি’, ‘বোটহাউস’। সবকটিই নয়ের দশকে রচিত।
নরওয়ের ভূমিপুত্র জন ফোসে দীর্ঘকাল ধরে নাটক, গদ্য, ছোটগল্প, ছোটদের জন্য রচনা করে আসছেন। তবে তাঁর নাটকের খ্যাতি গোটা বিশ্বজোড়া। অন্তত ৪০ টি নাটক (Dramma) অত্যন্ত জনপ্রিয়। নরওয়ে ভাষায় একাধিক অনুবাদের কাজও করেছেন তিনি। বৃহস্পতিবার সুইডেনের অনুষ্ঠান মঞ্চে নোবেল কমিটি এই ঘোষণা করেন পুরস্কারদাতারা। বলা হচ্ছে, যাঁরা কথা বলতে পারেন না, তাঁদের মুখের ভাষা জুগিয়েছে জন ফোসের নাটকের ভাষা। বলা হচ্ছে, ফোসের ভাষা একেবারে নরওয়ের প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
[আরও পড়ুন: ‘দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন’, তৃণমূলকে প্রস্তাব রাজ্যপালের, ‘জমিদারি’তে তোপ শাসকদলের]
নোবেল পুরস্কার প্রাপ্তি নিয়ে ৬৪ বছর বয়সী ফোসের প্রতিক্রিয়া, ”আমি কৃতজ্ঞ। এটা এমন একটা পুরস্কার, যা একেবারেই সাহিত্যকর্মের জন্য নিবেদিত, অন্য কোনও বিষয়কে একেবারে বাদ দিয়ে সেরা সাহিত্যকর্মটিই বেছে নেওয়া হয়। তাই এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আপ্লুত।” এদিন নিনর্স্কের সামলাগেটের প্রকাশনা বিভাগে বসে তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন।