সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত কন্যা সন্তান হলে অত্যাচার, অপমান, লাঞ্ছনার স্বীকার হতে হয় অনেককে। এরকম অনেক ঘটনাই মাঝেমধ্যে প্রকাশ্যে আসে। কিন্তু মধ্যপ্রদেশে ঘটল এর উলটপুরাণ। ছেলের বদলে চেয়েছিলেন ঘরে লক্ষ্মী আসুক। দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন ফুটফুটে কন্যা সন্তানের। কিন্তু পূরণ হয়নি সেই আশা। দুই ছেলের পর ফের স্ত্রী জন্ম দেন পুত্র সন্তানের। এই ক্ষোভে ১২ দিনের সদ্যজাত ছেলেকে গলা টিপে করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বেতুল জেলার কোতয়ালি থানার অন্তর্গত বজরওয়াদ গ্রামে। অভিযুক্তের নাম অনিল উইকি। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় অনিল মদ্যপ অবস্থায় ছিলেন। এদিন তিনি তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন। স্ত্রীর কোল থেকে ১২ দিনের পুত্রসন্তানকে কেড়ে নেন। স্বাভাবিকভাবেই স্বামীর এইরকম রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে যান ওই মহিলা। ফের মার খাওয়ার ভয়ে সেসময় বাড়ি থেকে পালিয়ে যান তিনি। কিছুক্ষণ পর ফিরেও আসেন। তখনই দেখেন ঘরে পড়ে রয়েছে ছেলের নিষ্প্রাণ দেহ।
এনিয়ে কোতয়ালি থানার এক আধিকারিক জানিয়েছেন, শিশুটির গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। তদন্তে অভিযুক্ত জানিয়েছেন, তাঁদের দুটি ছেলে রয়েছে। তাই এবারে আশা করেছিলেন কন্যা সন্তানের। কিন্তু তৃতীয়বারেও জন্ম হয় ছেলের। যা মেনে নিতে পারেননি তিনি। অনিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।