সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। বিরোধী জোটের নাম INDIA রাখা নিয়ে বিতর্কের জল এবার গড়িয়ে গেল থানা পর্যন্ত। দেশের নামকে তুচ্ছ রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে, অভিযোগে দিল্লির বারখাম্বা থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, শুধু রাজনৈতিক কারণে এভাবে দেশের নাম ব্যবহার করা যায় না।
বস্তুত, বিরোধী জোটের নাম INDIA হতে চলেছে, এই ঘোষণার পর থেকেই বিজেপি শিবির রীতিমতো ত্রস্ত। অন্তত বিরোধী শিবিরের তাই দাবি। বিজেপি নেতাদের তরফে এই জোটের নয়া নাম নিয়ে বয়ানবাজিও শুরু হয়েছে। গতকালই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) টুইট করে বুঝিয়েছেন, কেন্দ্রের মোদি সরকারের বিরোধীরা যদি ‘ইন্ডিয়া’ হয়, তবে বিজেপি ‘ভারতে’র পক্ষে লড়াই করবে। সেই সঙ্গে টুইটারে নিজের বায়ো-ও বদলে ফেলেছেন তিনি।
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি, মোদির বিরুদ্ধে প্রমাণ জালিয়াতি মামলায় জামিন তিস্তা শীতলবাদের]
আক্রমণের সেই ঝাঁজ অব্যাহত রয়েছে বুধবারও। এদিন বিজেপি নেতা অশ্বিনী কুমার চৌবে আবার বলেছেন, ওটা ইন্ডিয়া নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে লুটে নিয়েছে। তারপর এদেশের নাম ইন্ডিয়া রেখেছে। অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। অশ্বিনী চৌবের বক্তব্য, বিরোধীদের এই জোট ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। এরাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশকে লুটবে। আসলে বিরোধীরা জোটের নাম ইন্ডিয়া রাখায় কিছুটা হলেও চাপে। সেই চাপ আরও বেড়েছে, বিরোধীদের ট্যাগলাইন শোনার পর। তৃণমূল সূত্রের খবর, INDIA জোটের ট্যাগলাইন হতে চলেছে ‘জিতেগা ইন্ডিয়া’।
[আরও পড়ুন: রাজস্থানে এক পরিবারের ৫ জনকে খুনের পর বাড়িতে আগুন! রেহাই পেল না ছয় মাসের শিশুও]
বিজেপির এই কটাক্ষের জবাব এসেছে কংগ্রেসের তরফেও। কংগ্রেস বলছে, ইন্ডিয়া নামে এত আপত্তি কীসের? সরকারি কাজে তাহলে ইন্ডিয়া শব্দটা ব্যবহার করেন কেন? ডিজিটাল ইন্ডিয়ার মতো প্রকল্পে কেন ইন্ডিয়ার নাম ব্যবহার করা হচ্ছে।