shono
Advertisement

শুটিং ফ্লোর থেকে উদ্ধার তুনিশার হাতে লেখা চিরকুট! কী লিখেছিলেন অভিনেত্রী?

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যার পথ বেছে নেন তুনিশা।
Posted: 07:08 PM Dec 29, 2022Updated: 07:08 PM Dec 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর ৫ দিন পর ধারাবাহিকের সেট থেকে উদ্ধার হল তুনিশার হাতে লেখা একটি চিরকুট। সেই চিরকুট পুলিশের হাতে আসতে, চাঞ্চল্য শুরু।

Advertisement

কী লেখা রয়েছে চিরকুটে?

”আমাকে সহ-অভিনেত্রী হিসাবে পাওয়া ওর সৌভাগ্য।” সেই কাগজে তুনিশার নাম তো ছিলই, তাঁর প্রাক্তন প্রেমিক সিজান খানেরও নাম ছিল।

অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পরতে পরতে রহস্য। কী কারণে বছর কুড়িতে সফল অভিনেত্রী চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যার পথ বেছে নেন তুনিশা। এই পরিস্থিতিতে সিজানের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে জারি ধোঁয়াশা। অজানা এক তরুণীর সঙ্গে সিজান দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ চ্যাট করতেন বলেই জানতে পেরেছে পুলিশ। তবে তুনিশার আত্মহত্যার পর ওই চ্যাট হিস্ট্রি কেন ডিলিট করলেন সিজান, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: ‘রবীন্দ্রসদনে আমার নাটক আছে, এসে মেরে যান!’ শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন অনির্বাণ]

আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে গত ২৪ ডিসেম্বর তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে শোনা গিয়েছিল, সিরিয়ালের নায়ক সিজান মহম্মদ খানের মেকআপ রুমে তুনিশার মরদেহ পাওয়া গিয়েছে। কিন্তু পরে আবার শোনা যায়, ঘরটি শৌচালয়ের দরজা ভেঙে অভিনেত্রীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। ইতিমধ্যেই তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে তাঁর প্রেমিক ও সহ অভিনেতা সিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিন সেটে উপস্থিত থাকা অভিনেতা ও কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেটি সিজানকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। সুইসাইড নোটে সিজানকে ‘আশীর্বাদধন্য’ বলে উল্লেখ করা হয়। ওই সুইসাইড নোটের পাশাপাশি পুলিশ ১০ ইঞ্চি লম্বা একটি কাটা কাপড়ের অংশ বাজেয়াপ্ত করেছে। এছাড়া পুলিশ সিজানের দু’টি এবং তুনিশার একটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে খবর, প্রায় ২৫০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধার করেছে। একজন অজানা তরুণীরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, তুনিশার মৃত্যুর দিন ঘণ্টাদুয়েক তাঁর সঙ্গে কথা বলেছেন সিজান। কিন্তু ওই চ্যাট ডিলিট করে দেওয়া হয়েছে। কেন হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করলেন সিজান, উঠছে সে প্রশ্ন। এদিকে, সিজানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। তুনিশার আকস্মিক প্রয়াণ নিয়ে মুখ খুলেছেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত। তুনিশার মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ তিনি। খুন করা হয়েছে মাত্র বছর কুড়ির অভিনেত্রীকে, দাবি কঙ্গনার।

[আরও পড়ুন: তুনিশার মৃত্যুর পর এবার ঝুলন্ত দেহ উদ্ধার ২৩ বছরের ইউটিউবারের, ঘনাচ্ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement