সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুন হলেন ইরানের জনপ্রিয় সিনে পরিচালক দারিউশ মেহরজুই। রক্ষা পেলেন না তাঁর স্ত্রী ওয়াহিদেহ মহম্মদিফার। তাঁদের দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় জড়িত থাকার জন্য চার সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
ইরানের সংস্কৃতি মন্ত্রী মহম্মদ মেহেদি ইসমাইল, পরিচালক দারিউশ মেহেরজুইকে ইরানি সিনেমার অন্যতম পথিকৃৎ বলে প্রশংসা করেছেন।
[আরও পড়ুন: ‘এমার্জেন্সি’ নিয়ে বড় আপডেট, রিলিজের আগেই গুরুত্বপূর্ণ ঘোষণা কঙ্গনার ]
তেহরানে ৮ ডিসেম্বর ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন দারিউশ মেহেরজুই। ইরানে ফিরে যাওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে দর্শন নিয়ে পড়াশোনা করেন তিনি। মার্কিন মুলুকে তিনি একটি সাহিত্য পত্রিকাও চালু করেছিলেন। ১৯৬৭ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ”ডায়মন্ড ৩৩” জেমস বন্ড সিরিজের প্যারোডি মুক্তি পায়। যা কিনা সেই সময় আলোড়ন ফেলে দিয়েছিল সিনে মহলে। মিস্টার গালিবল (১৯৭০), দ্য সাইকেল (১৯৭৭) তাঁর সবচেয়ে জনপ্রিয় ছবি। তবে সিনেমার ভাষায় বার বার রাষ্ট্রবিরোধী ইস্যুতে সিনেমা বানানোর কারণেই সমালোচনার সম্মুখীন হন পরিচালক দারিউশ।
গত রবিবার ইরানের ইতেমাদ পত্রিকায় পরিচালকের স্ত্রীর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়, সেখানে তিনি বলেছিলেন, তাঁদের খুনের হুমকি দেওয়া হয়েছে এবং তাঁদের বাড়িতে চুরিও হয়েছে। যদিও তদন্তে জানা গিয়েছে, এই চুরির কোনও অভিযোগ জমা পড়েনি।