অর্ণব আইচ: কলকাতা থেকে অন্যত্র গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। অবশেষে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত ডন নান্টি। তার সঙ্গী আবদুল হোসেন ওরফে বিলালকেও পাকড়াও করেছে পুলিশ। বাগনান থেকে কলকাতা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার ওই দু’জনকেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
২০১৫ সাল থেকে নান্টির দৌরাত্ম্য বাড়তে থাকে। হরিদেবপুর এলাকার ত্রাস ছিল সে। গত বছর জুলাইতেও উত্তপ্ত হয়ে ওঠে হরিদেবপুর। কবরডাঙা মোড়ে একটি পানাশলায় গুলি চালানোর অভিযোগ ওঠে। রাজা মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। সঞ্জয় ছেত্রী এবং উত্তম সাহা নামে দুই ব্যক্তি জখম হন। এই ঘটনার ১২ দিনের মধ্যে গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় নান্টিকে।
[আরও পড়ুন: অসুস্থতায় মৃত্যু নাকি অন্য কিছু? উল্টোডাঙা স্টেশনের বাইরের শৌচালয়ে মহিলার দেহ উদ্ধারে রহস্য]
সেপ্টেম্বর মাসেও শিরোনামে আসে নান্টি। প্রোমোটিং সংক্রান্ত বিবাদে বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলি চলে। তাতেই জখম হন এক যুবক। গোটা হামলার ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। শুটআউটের ঘটনার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে নান্টি ঘোষের ছেলে-সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তার ঠিক মাসদুয়েকের মধ্যে এবার কলকাতা পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত ডন নান্টি এবং তার সঙ্গী। নান্টি এবং তার সঙ্গী আবদুল হোসেন ওরফে বিলালকে পাকড়াও করে পুলিশ। তাদের সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার ভাবনা পুলিশের।