সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কি দেখা যাবে এমন লড়াই! একদিকে নোভাক জকোভিচ। অন্যদিকে 'গ্লাডিয়েটর' রাফায়েল নাদাল। অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডেই হয়তো শেষবার দেখা গেল এমন লড়াই।
অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন জোকার ও নাদাল। সেই লাল সুড়কির কোর্ট। যেখানে ১৪ বার ফরাসি ওপেন জেতার নজির গড়েছিলেন। ক্লে কোর্টের রাজার সম্মান পেয়েছিলেন। সেই নাদাল আত্মসমর্পণ করলেন জোকারের কাছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ৬০-তম লড়াইটা খুব সহজেই জিতে নিলেন সার্বিয়ান কিংবদন্তি।
[আরও পড়ুন: ‘জুমলা’ তোপ বিজেপি মন্ত্রীকে, অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর ভাইরাল মনুর পুরনো টুইট]
সোমবার অলিম্পিকে জোকার ৬-১,৬-৪-এ জিতলেন দাপট দেখিয়ে। সব জেতা হয়ে গেলেও অলিম্পিকে সোনা জেতা হয়নি জোকারের। কাঙ্খিত সোনা জয়ের পথে আরও একধাপ এগোলেন জোকার। যে নাদালকে দেখে অভ্যস্থ ফ্রান্সের মানুষ, এদিন সেই চেনা নাদালকে দেখা যায়নি। মাঝে একটা ছোট্ট স্পেলে ঝড় তুলেছিলেন তিনি। মনে করিয়ে দিচ্ছিলেন পুরনো রাফাকে। টানা চারটি গেম জিতে দ্বিতীয় সেটে একসময় ৪-৪ করে ফেলেন। 'রাফা-রাফা' স্লোগানও শুরু হয়। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন জকোভিচ। ২০০৬ সালে এই রোলাঁ গারোতে প্রথম দেখা হয়েছিল দুই তারকার। ১৮ বছর পরেও সেই দ্বৈরথ অব্যাহত। তবে দুজনেই ফেলে এসেছেন আগের সেরা সময়। পড়ন্ত বেলাতেও দুই তারকা মন জিতে নিলেন দর্শকদের।
[আরও পড়ুন: ‘পরের অলিম্পিকে জোড়া সোনা জিতবে ভারতের ক্রিকেটাররা’, আশাবাদী বিশ্বজয়ী কোচ দ্রাবিড় ]