সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁটুর চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। সোমবার শেষ ষোলোয় জেতেন সার্বিয়ান তারকা। সেই ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন জোকার। জকোভিচ যে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিয়েছেন, তা জানিয়েছেন আয়োজকরা।
রাফায়েল নাদাল প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন ফরাসি ওপেন থেকে। এবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেও নাম প্রত্যাহার করে নিলেন সার্বিয়ান তারকা। ফলে জৌলুস হারাচ্ছে ফরাসি ওপেন। জোকার সরে যাওয়ায় আয়োজকদের মাথায় বাজ পড়ার অবস্থা।
[আরও পড়ুন: ক্রীড়াসূচি ও অব্যবস্থায় ক্ষুব্ধ শ্রীলঙ্কা, ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত হাসারাঙ্গাদের]
৪ ঘণ্টা ২৯ মিনিটে জিতে জকোভিচ চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন প্রায় ৪ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ের শেষে। তার পরেই নোভাক জকোভিচের সরে যাওয়ার খবর প্রকাশ্যে এল। কোয়ার্টার ফাইনালে জকোভিচের ম্যাচ ছিল ক্যাসপার রুডের সঙ্গে।
এদিকে ফ্রান্সিসকো সেরুনডোলোকে হারিয়ে রেকর্ড গড়েছিলেন জকোভিচ। ৩৭০-তম ম্যাচ জেতার নজির গড়েন তিনি। ফেডেরারকেও ছাপিয়ে যান তিনি। কিন্তু ডান হাঁটুর মেনিসকাসে চোট জোকারকে থামিয়ে দিল ফরাসি ওপেনে।