shono
Advertisement

‘গান্ধী পরিবার জালিয়াতির সর্দার, আপনার পদবি ছাড়ুন’, রাহুলকে পরামর্শ হিমন্তের

দেশ ভাঙার কাজ করেছে গান্ধী পরিবার, দাবি হিমন্তের।
Posted: 01:51 PM Sep 11, 2023Updated: 01:56 PM Sep 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে গেরুয়া শিবিরের গডসে বন্দনা, অন্যদিকে বিশ্বমঞ্চে মোদি সরকারের ‘উদারতা’র প্রতীক মহাত্মা গান্ধী। জি-২০ সম্মেলনে আগত রাষ্ট্রনেতারা তাই দিল্লির রাজঘাটে যান মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। নেতৃত্ব দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই দ্বিচারিতার মধ্যেই এবার গান্ধী পদবি নিয়ে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা দেশে গেরুয়া শিবিরের অন্যতম মুখ হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। গুয়াহাটিতে দলীয় সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে হিমন্ত বলেন, “গান্ধী পদবি ব্যবহার করার নেপথ্যেই সব থেকে বড় দুর্নীতি রয়েছে”।

Advertisement

রবিবার বিজেপির মহিলা মোর্চার অনুষ্ঠানে হিমন্ত অভিযোগ করেন, গান্ধী পরিবার হল “জালিয়াতির সর্দার। বহু দুর্নীতির সঙ্গে জড়িত এরা।” গেরুয়া নেতার তোপ, “গান্ধী পদবি দিয়ে এদের জালিয়াতি শুরু হয়েছে। ওরা শুধু পরিবারবাদই করেছে এবং দেশ ভাঙার কাজ করেছে। আমি রাহুল গান্ধীকে অনুরোধ করছি গান্ধী পদবি ত্যাগ করার জন্যে।” এইসঙ্গে রবিবারের দলীয় অনুষ্ঠানে মোদি বন্দনা করেন হিমন্ত। তাঁর বক্তব্য, “বিশ্বগুরু” মোদির জন্যই সফল হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। ভারতই এখন গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

[আরও পড়ুন: নিউ ইয়র্কে লাদেনের হামলা, তিন বছর আগেই জানিয়ে দিয়েছিল ‘সংবাদ প্রতিদিন’]

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, একদিকে যেমন গান্ধী হত্যাকারী গডসের ভাবমূর্তি বদলে বদ্ধপরিকর সংঘ তথা গেরুয়া শিবির। তেমনই আন্তর্জাতিক মহলে মহাত্মা গান্ধীর গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল তারা। সেই কারণেই জি-২০ সম্মেলনের ফাঁকে রাষ্ট্রনেতাদের রাজঘাটে শ্রদ্ধার্ঘ্য অর্পণের ব্যবস্থা হয়েছিল। তথাপি ‘গান্ধী’ পদবি নিয়ে অস্বস্তিতে বিজেপি। কংগ্রেসের সেই হাতিয়ারও কেড়ে নিতে চাইছে তারা। সেই কারণেই রাহুলকে পদবি নিয়ে তোপ হিমন্তের।

[আরও পড়ুন: রক্তে ভাসছে চতুর্দিক, ফ্ল্যাটের ভেন্টিলেটর থেকে ঝুলছে যুবকের দেহ, শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement