সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িকভাবে কিছু বাসমতী চাল (Basmati Rice) রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিদেশের বাজারে ১২০০ ডলারে কম দামে বিক্রি হওয়া বাসমতী চালে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে এই দামের ঊর্ধ্বে বাসমতী চালের ক্ষেত্রে রপ্তানিতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। প্রসঙ্গত, ভারত থেকে যে যে পণ্য রপ্তানি করা হয়, সেগুলির মধ্যে সবথেকে চাহিদা থাকা পণ্যের তালিকার শীর্ষেই থাকে বাসমতী চাল। ২০২২-’২৩ অর্থবর্ষে ভারত থেকে ৪৭৯ কোটি ডলার অর্থের বাসমতী চাল বিদেশে পাঠানো হয়েছিল। মূলত মধ্যপ্রাচ্য এবং আমেরিকায় রপ্তানি করেছিল ভারত। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, সুগন্ধি বাসমতী চালের রপ্তানির ক্ষেত্রে যে যে নিয়ম প্রযোজ্য হয়, সেই নিয়মের আওতায় বাসমতী ছাড়াও অন্য চাল দেশের বাইরে পাঠানো হচ্ছিল বলে গোপন সূত্রে খবর মিলেছিল। সেই পরিস্থিতিতে বাসমতী চালের রপ্তানি উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।