স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ (NDA) প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) ইস্যুতেও এক হতে পারল না রাজ্য বিজেপির (BJP) দুই গোষ্ঠী। শুধু তাই নয়, মঙ্গলবার যখন দলের রাজ্য দপ্তরে দ্রৌপদীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থন চেয়ে একতলায় সাংবাদিক বৈঠক করছিলেন সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), তখন ওই বাড়ির দোতলায় থাকলেও নিচে আসেননি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলার অপেক্ষা রাখে না, এমন গোষ্ঠীবাজি আরেকবার ‘বে আব্রু’ করল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে।
এখানেই শেষ নয়, সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) থাকার কথা থাকলেও দেখা মেলেনি বিরোধী দলনেতার। বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে অভিযোগ, “ বিজেপি আগে জবাব দিক রাষ্ট্রপতি নির্বাচনের মতো সর্বভারতীয় বিষয়ে দলের সর্বভারতীয় সহ-সভাপতি কেন এলেন না?” কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের পাওনা ৯৮ হাজার কোটি টাকা নিয়ে কেন নিশ্চুপ থাকছে বিজেপি নেতৃত্ব? প্রশ্ন তৃণমূলের।
[আরও পড়ুন: দু’দিন ধরে ছেলের দেহ আগলে বসে ৯১ বছরের মা! দুর্গন্ধ পেতেই পুলিশকে জানাল প্রতিবেশীরা]
এদিন বিকেলে ভারতীয় জনতা পার্টির প্রথম রাজ্য সভাপতি প্রয়াত হরিপদ ভারতীর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান ছিল মুরলীধর সেন লেনে রাজ্য দপ্তরে। সেই উপলক্ষে দিলীপ ঘোষ, রাহুল সিনহা এসেছিলেন দলের দপ্তরে। তারপরও গোষ্ঠীবাজির শিকার হয়ে সর্বভারতীয় সহ-সভাপতিকে দূরে সরিয়ে রাখায় প্রশ্ন উঠছে। যদিও এ নিয়ে কোনও মন্তব্যও করেননি দিলীপ। আগামী জুলাই মাসে দেশে রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ-র দ্রৌপদী মুর্মুর বিপক্ষে ঝানু রাজনীতিবিদ যশবন্ত সিনহাকে দাঁড় করিয়ে লড়াই জমিয়ে দিয়েছে বিরোধী জোট। চাপে পড়ে ভোট চাইতে রাজ্য সফর শুরু করছেন দ্রৌপদী। জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তাঁর বাংলায় আসার কথা। তার আগে প্রতি রাজ্যে বিরোধী বিধায়ক-সাংসদদের সমর্থন চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। সেই মতো এ রাজ্যেও তৃণমূল-সহ সব বিরোধী বিধায়ক ও সাংসদদের সমর্থন চেয়ে চিঠি যাচ্ছে মুরলীধর সেন লেন থেকে।
[আরও পড়ুন: ‘ওর বাকি থাকা কাজ সম্পূর্ণ করব’, পানিহাটি উপনির্বাচনে জয়ের পর বললেন নিহত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী]
রাজ্য সভাপতির পাশাপাশি চিঠিতে সই থাকছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, “ দ্রৌপদী মুর্মু জনজাতি গোষ্ঠীর মহিলা প্রতিনিধি। এই মুহূর্তে তিনিই রাষ্ট্রপতি পদে যোগ্যতম প্রার্থী। পূর্ব ভারতের প্রথম কোনও মহিলা রাষ্ট্রপতি হতে চলেছেন। এ রাজ্যের সব বিধায়ক ও সাংসদের কাছে সমর্থন চাইছি। আশা করব এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন।”