সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩ এবং ৪ মে যাবতীয় উড়ান বাতিল করল বিমান সংস্থা গো ফার্স্ট (Go First)। সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক সংকটে পড়েই টানা দু’দিন উড়ান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে তারা। ইতিমধ্যে বিষয়টটি ডিসিজিএ-কে (DCGA) জানানো হয়েছে। কীভাবে যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে তা এখনও জানা যায়নি।
সংবাদ সংস্থা পিটিআইকে গো ফার্স্ট কর্ণধার কৌশিক খোনা জানিয়েছেন, “বর্তমানে সংস্থার কাছে রয়েছে ২৮টি বিমান। যদিও অর্ধেকের বেশি বিমান অকেজো হয়ে পড়ে রয়েছে ইঞ্জিনের সমস্যায়। এর ফলেই বড়সড় আর্থিক সংকটে পড়েছে সংস্থা।” কৌশিক আরও বলেন, “এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক কিন্তু সংস্থার স্বার্থেই নেওয়া হয়েছে।” জানান হয়েছে, আগামী ৩ এবং ৪ মে যাবতীয় উড়ান পরিষেবা বন্ধ রাখছে গো ফার্স্ট।