shono
Advertisement

পূরণ হচ্ছে ‘আত্মনির্ভর ভারতে’র স্বপ্ন, নৌসেনার হাতে সার্ভে ভেসেল তুলে দিল গার্ডেনরিচ

নৌসেনা দিবসে 'আইএনএ সন্ধ্যায়ক' হস্তান্তর।
Posted: 05:18 PM Dec 04, 2023Updated: 08:03 PM Dec 04, 2023

অর্ণব আইচ: গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার আরও এক মাইলস্টোন। সোমবার নৌসেনার (Indian Navy) হাতে নয়া সার্ভে ভেসেল (Survey Vessel) আইএনএস সন্ধ্যায়ক (INS Sandhayak) তুলে দিল তারা। এটিই ভারতে নির্মিত সবচেয়ে বড় সার্ভে ভেসেল বা নৌসেনার পর্যবেক্ষক জাহাজ। মোট চারটি একই ধরনের ভেসেল তৈরির বরাত পেয়েছিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE। নৌসেনা দিবস যার প্রথমটির আনুষ্ঠানিক হস্তান্তর সম্পূর্ণ হল।

Advertisement

২০২১ সালে ৫ ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রকের তৎকালীন রাষ্ট্রমন্ত্রী পুষ্পা ভাট প্রকল্পের উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যে জাহাজ হস্তান্তরের নথিতে নৌসেনা এবং জাহাজ নির্মাণ সংস্থার কর্তাদের সইসাবুদ সম্পূর্ণ হয়েছে। উল্লেখ্য, ৪ ডিসেম্বর সোমবার ছিল নৌসেনা দিবস। সেদিনই আইএনএস সন্ধ্যায়কের হস্তান্তরে খুশি সেনার আধিকারিকরা।

 

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র দাপটে রাতভর বৃষ্টি, ভাসছে চেন্নাই! দেওয়াল ধসে মৃত ২]

গত ৬২ বছর ধরে নৌসেনার সঙ্গে কাজ করছে গার্ডেনরিচের ভারত বিখ্যাত জাহাজ নির্মাণ সংস্থা। ১৯৬১ সালে প্রথমবার আইএনএস অজয় তৈরি করেছিল জিআরএসই (GRSE)। এর পর থেকে আরও ৭০ টি জাহাজ নৌসেনার জন্য তৈরি করেছে এই সংস্থা।

 

[আরও পড়ুন: গাইঘাটায় লাল ঝড়! তৃণমূলকে হারিয়ে সমবায় সমিতির দখল নিল বামেরা]

সেনা সূত্রে খবর, সার্ভে ভেসেল বা পর্যবেক্ষক জাহাজগুলি উপকূলীয় অঞ্চলের পাশাপাশি গভীর জলে জটিল বিষে সমীক্ষা চালাতেও ওস্তাদ। প্রতিনিয়ত মহাসাগরীয় এবং ভৌগলিক তথ্য সংগ্রহ করবে জাহাজগুলি।হেলিকপ্টার বহনে সক্ষম, কম তীব্রতার যুদ্ধেও অংশ নিতে পারে, হাসপাতাল-জাহাজ হিসাবে কাজ করতে পারে এটি। প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ পৌঁছানো-সহ বিভিন্ন কাজ আসতে পারে আইএনএস সন্ধ্যায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement