shono
Advertisement

Breaking News

Indian Fishermen

লঙ্কা ফৌজের গুলিতে আহত ৫ ভারতীয় মৎস্যজীবী, কলম্বোর রাষ্ট্রদূতকে তলব দিল্লির

আশঙ্কাজনক ৩ মৎস্যজীবীকে জাফনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 05:24 PM Jan 28, 2025Updated: 05:41 PM Jan 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পক প্রণালীতে শ্রীলঙ্কার নৌসেনার নির্বাচারে গুলিতে গুরুতর আহত হয়েছেন পাঁচজন ভারতীয় মৎস্যজীবী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাল ভারত। ঘটনার ব্যাখ্যা চেয়ে তলব করল কলোম্বোর রাষ্ট্রদূতকে। মঙ্গলবার সকালে ডেলফ্ট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা ডিঙোনের অভিযোগে ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌসেনা। সেই সময় নৌসেনার গুলিতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা।

Advertisement

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩ জন মৎস্যজীবীর মধ্যে তিনজন অল্প আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা হয়েছে। গুরুতর আহত হওয়ায় দুজনকে জাফনা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, "জাফনার হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবীদের দেখভাল করছে জাফনার ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা।" এই ঘটনা ক্ষুব্ধ নয়াদিল্লি। কলোম্বোর রাষ্ট্রদূতকে ডেকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এই প্রথম নয়, গত বছরও কচ্চতিভু দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকা নিশানা করে গুলি চালিয়েছিল। ওই ঘটনায় দুজন মৎস্যজীবী নিহত হয়েছিলেন। বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতের চারপাশে প্রবলভাবে ভারত বিরোধিতা বাড়ছে। পাকিস্তান বরাবর মাথা ব্যথার কারণ ছিলই। সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক ভাবে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। অন্যদিকে দ্বীপরাষ্ট্রেও পালটা হাওয়ার ছোঁয়া। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ন্যাশনাল পিপল্‌স পাওয়ার বাম জোটের নেতা অনুরাকুমার দিশানায়েক। সে দেশের রাজনীতিতে তিনি ‘ভারতবিরোধী’ এবং ‘চিনপন্থী’ হিসাবে পরিচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর কচ্চতিভু দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকা নিশানা করে গুলি চালিয়েছিল।
  • সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক ভাবে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।
Advertisement