সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের যুদ্ধকালীন মন্ত্রক ছাড়লেন বেনি গানৎজ। দায় চাপালেন সেদেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপরেই। বললেন, ''নেতানিয়াহুই আমাদের প্রকৃত জয়ের দিকে যেতে দিচ্ছেন না।'' তাঁর এহেন মন্তব্য থেকে পরিষ্কার, হামাসের সঙ্গে সংঘর্ষের আবহে ক্রমেই চাপ বাড়ছে নেতানিয়াহুর উপরে। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, এবার তাঁকে দক্ষিণপন্থীদের উপরই আরও বেশি নির্ভর করতে হবে।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন বেনি। পরে ইজরায়েলে হামাসের হামলার পর তিনি হন যুদ্ধকালীন মন্ত্রী। কিন্তু এবার তিনি সরে দাঁড়ালেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''নেতানিয়াহু আমাদের প্রকৃত জয়ের দিকে এগতে দিচ্ছেন না। আর সেই কারণেই আপৎকালীন সরকার থেকে আমরা সরে যাচ্ছি ভারী হৃদয়ে। আমি নেতানিয়াহুকে ফোন করেছিলাম। ওঁকে সর্বসম্মত নির্বাচনের তারিখ ঠিক করতে বলেছি। আমাদের মানুষদের বিচ্ছিন্ন হয়ে যেতে দেবেন না।'' তাঁর এই মন্তব্যের জবাব দিয়েছেন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলছেন, ''বেনি, এখন যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর সময় নয়। এটা বাহিনীতে যোগ দেওয়ার সময়।''
[আরও পড়ুন: শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু মোদির, আবাস যোজনায় বড়সড় বদল?]
এদিকে ইজরায়েল ও ইজরায়েলি সেনাকে কালো তালিকাভুক্ত করতে চলেছে রাষ্ট্রসংঘ। যুদ্ধে শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগের কারণেই এই পদক্ষেপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আইডিএফ বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী। এবং রাষ্ট্রসংঘের মহাসচিবের কোনও ‘চ্যাপ্টা পৃথিবী’ ধাঁচের সিদ্ধান্তে সেটা পরিবর্তিত হবে না।’ পাশাপাশি তাঁর তোপ, হামাসের ‘অবাস্তব’ দাবির উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাশাপাশি নেতানিয়াহুর গ্রেপ্তারির সম্ভাবনাও তৈরি হতে দেখা গিয়েছে। এমনকী, নিজের দেশেই প্রতিবাদের মুখে পড়তে হয়েছে তাঁকে।